আলমডাঙ্গা অফিস
চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ২০০ (দুইশত) বোতল রেক্টিফাইড স্পিরিটসহ আব্দুস সালাম নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। বুধবার সন্ধ্যা ৬টার দিকে আলমডাঙ্গা মডেল স্কুলের সামনে অবস্থিত প্রতিষ্ঠান মালিককে আটক করা হয়। এসময় তার কাছ থেকে আনুমানিক ৬ লিটার রেক্টিফাইড স্পিরিট উদ্ধার করা হয়।
অভিযান সূত্রে জানা যায়, আব্দুস সালাম দীর্ঘ প্রায় ৪ বছর ধরে গোপনে এই মাদক ব্যবসা চালিয়ে আসছিল। দোকানের নাম-ঠিকানা প্রকাশ না করে প্রতিদিনই বিভিন্ন স্থান থেকে মাদক ক্রয় করতে আসত ক্রেতারা।
গ্রেফতারকৃত আব্দুস সালাম পূর্বে শ্যামপুর হাই স্কুলের শিক্ষক ছিলেন। তার পিতা মৃত সামসুদ্দিন এবং তিনি আলমডাঙ্গা থানাপাড়া এলাকায় বসবাস করেন। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে।
আলমডাঙ্গায় রেক্টিফাইড স্পিরিটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার



