জীবননগর অফিস
জীবননগরে গভীর রাতে দোকানের পেছনের টিনের চাল কেটে পারভেজ স্টোর নামের এক মুদি দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার দিবাগত রাতে জীবননগর পৌর শহরের হাইস্কুল গেটের সামনে এই চুরির ঘটনা ঘটে।
জানা যায়, মুদির দোকানের ব্যবসায়ী পারভেজ প্রতিদিনের ন্যায় গত মঙ্গলবার রাতে বেচাকেনা শেষে আনুমানিক রাত ১০টার দিকে দোকান বন্ধ করে বাড়ি চলে যায়। পরের দিন বুধবার সকাল ৮টার সময় দোকানের শাটার গেট খুলে দেখে পিছনের টিন চাল কেটে সেই সাথে তার দোকান থেকে সিগারেট, সয়াবিন তেল, সাবান, বিভিন্ন মালামাল ও নগদ ৩০ হাজার টাকাসহ সর্বমোট দেড় লক্ষাধিক টাকার মালামাল চুরি হয়ে যায়।
ব্যবসায়ী পারভেজ জানান, আমি প্রতিদিনের ন্যায় গত রাতে দোকান বন্ধ করে বাড়িতে চলে যায়। পরের দিন সকালে দোকানের দরজা খুলে দেখি দোকানের পিছনের টিনের চাল কাটা। দোকানে কিছু মালামাল এলোমেলো হয়ে আছে। চোরের দল আমার দোকান থেকে সিগারেট, সয়াবিন তেল, সাবান সহ বিভিন্ন মালামাল নিয়ে গেছে, এবং ক্যাশে রক্ষিত নগদ ৩০ হাজার টাকাসহ প্রায় দেড় লক্ষাধিক টাকা চুরি হয়।
জীবননগর থানার অফিসার ইনচার্জ(ওসি) সোলায়মান শেখ জানান, চুরির ঘটনাটা শোনা মাত্র আমি দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। বিষয়টি খুবই দুঃখজনক এছাড়াও থানায় এখনো পর্যন্ত লিখিত কোন অভিযোগ পাইনি। ঘটনাটি তদন্ত পূর্বক পরবর্তীতে ব্যবস্থা গ্রহণ করা হবে।
জীবননগরে রাতের আঁধারে মুদি দোকানে দুঃসাহসিক চুরি



