মেহেরপুর অফিস
মেহেরপুরের গাংনীতে রবি মৌসুমে প্রনোদনা কর্মসূচির আওতায় বোরো গমের বীজ, রাসায়নিক সার ও হাইব্রীড ধানের বীজ বিনামুল্যে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ হলরুমে এ প্রণোদনা বীজ ও সার প্রদানের উদ্বোধন করেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেন।
গাংনী উপজেলা কৃষি অফিসার ইমরান হোসেন জানান, চলতি ২০২৫-২০২৬ অর্থ বছরে চলতি মৌসুমে উপজেলার ১৫০ জন কৃষকের প্রত্যেকের জন্য ২০ কেজি গম বীজ, ইউরিয়া ৩৫ কেজি, এমওপি ১০ কেজি, জিপসাম ১৭ কেজি, জিংক সালফেট ১ কেজি, বোরেন ১ কেজি, ৩ টি করে ড্রাম প্রদান করা হয়। এছাড়াও ৩৭৫ জন কৃষকের প্রত্যেককে ২ কেজি বোরো হাইব্রীড ধান বীজ প্রদান করা হয়। এ প্রণোদনায় ৫২৫ জন কৃষক সুবিধা পাবেন।
এসময় উপজেলা প্রাণীসম্পদ বিভাগের ভেটেনারী সার্জন আরিফুল ইসলাম, কাজীপুর ইউপি চেয়ারম্যান আলম হুসাইন, রাইপুর ইউপির প্যানেল চেয়ারম্যান সারগিদুল ইসলামসহ বিভিন্ন ইউনিয়নের কৃষকগণ উপস্থিত ছিলেন।
গাংনীতে ক্ষুদ্র-প্রান্তিক কৃষকদের মাঝে বীজ-সার বিতরণ



