তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে চুয়াডাঙ্গায় যুবদলের আনন্দ মিছিল

স্টাফ রিপোর্টার

তারেক রহমানের দীর্ঘ ১৭ বছর  পর ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে চুয়াডাঙ্গা জেলা যুবদলের উদ্যোগে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে চুয়াডাঙ্গা জেলা শিল্পকলা একাডেমি চত্বর থেকে এ আনন্দ মিছিল বের করা হয়।

চুয়াডাঙ্গা জেলা যুবদলের সভাপতি শরিফ উর জামান সিজার এর নেতৃত্বে বিকাল সাড়ে ৪টায় মিছিলটি বের করা হয়। শিল্পকলা একাডেমি প্রাঙ্গণ থেকে বের হয়ে, কোট চত্ত্বর মোড় ঘুওে আবার শিল্পকলা একাডেমি চত্বরে এসে শেষ হয়।

আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন বিএনপির অন্যতম নেতা আক্তারুজ্জামান আক্তার, চুয়াডাঙ্গা জেলা যুবদলের সহ সভাপতি আবুল কালাম আজাদ, আরিফুজ্জামান পিন্টু, যুগ্ম সাধারন সম্পাদক হাজি রবিউল হক মল্লিক, বকুল হোসেন, সহ সাধারন সম্পাদক রেজাউল ইসলাম রেজা, আচান শেখ, সাইফুল ইসলাম সুমোন, আবদার হোসেন রাজু, সহ কোষাধক্ষ্য অনিত হাসান মালিক, প্রচার সম্পাদক ইমরান হোসেন উজ্জ্বল, সহ প্রচার সম্পাদক শামীম হক মিলন,  সহ-আইন বিষয়ক সম্পাদক ইয়াসিন আরাফাত ফিরোজ, গণ শিক্ষা বিষয়ক সম্পাদক মিলনুর রহমান চঞ্চল, মৎস্য ও পশু পালন সম্পাদক সোহেল রানা টুটুল, আক্কাচ আলি, বোন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মিজানুর রহমান রানা, সহ সাস্থ বিসায়োক সম্পাদক আহসান হাবিব সুইট, পুনর্বাসন সম্পাদক মেহেদী হাসান খান, সহ সমাজ কল্যাণ সম্পাদক রুপোম আজাদ টারজা,  সদস্য ইমদাদুল হক ইমদাদ, বাদশা কাঠাল, শিপন, সজীব, আব্দুল হামিদ রিপোন, মিজান, আকুল, নজরুল ইসলাম।

এছাড়াও উপস্থিত ছিলেন- চুয়াডাঙ্গা সদর উপজেলা যুবদলের আহ্বায়ক মালিক রাহাত হাসান রাজীব, সদস্য মওলা, নাজমুল, জাহাঙ্গীর, লিটন, সানোয়ার, হামিদুল ইসলাম, ইমদাদ, বেলাল, সাইফুল, রেজা, হাসেম মেম্বর, টুটুল, বুলবুল, লিটন, হিরক, রিমন, শিপন, নাসির, পিয়াস, রিংকু, স্বপন, মানিক, শোভন, হুসাইন, সালাউদ্দিন, আল আমিন, শামীম, জীবন, জয়নাল, আবুল বাশার, সুরাপ, জুয়েল, আশাদুল, রাসেল, ফিরোজ, আনিচ, আরিফ, ফুয়াদ, মামুন, সহিদ, বাশার, সিরাজ, বাপ্পীসহ যুবদলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *