স্টাফ রিপোর্টার
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে চুয়াডাঙ্গায় পৌর বিএনপির উদ্যোগে স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেল সাড়ে চারটায় চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সামনে থেকে স্বাগত মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বড় বাজার শহিদ হাসান চত্বরে গিয়ে শেষ হয়। মিছিল শেষে পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনির সভাপতিত্বে সংক্ষিপ্ত বক্তব্য দেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম পিটু।
তিনি বলেন, ‘আপনারা সকলেই জানেন- আগামী ২৫ ডিসেম্বর দীর্ঘ ১৮ বছর পর বাংলাদেশের আগামীর রাষ্ট্রনায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশে প্রত্যাবর্তন করবেন। তাই আমাদের নেতার আগমন উপলক্ষে সারাদেশের ন্যায় আমরা চুয়াডাঙ্গাতেও এই স্বাগত মিছিলের আয়োজন করেছি। আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমান বাংলাদেশে প্রবেশের সাথে সাথে দেশের লক্ষ-কোটি জনতা তাকে বরণ করে নেবে। আমরাসহ দেশবাসী অধীর আগ্রহে বসে আছি ওই দিনটির জন্য। চুয়াডাঙ্গা জেলাবাসীর পক্ষ থেকে আমরা তাকে স্বাগত জানাতে চাই। এবং তারেক রহমানের নেতৃত্বে একটি আদর্শ বাংলাদেশ, একটি সাম্য মানবতার বাংলাদেশ গড়তে চাই। তিনি আরও বলেন, ‘আগামী দিনে আমরা চুয়াডাঙ্গা জেলাবাসী ঐক্যবদ্ধভাবে শরীফুজ্জামান শরীফের নেতৃত্বে ধানের শীষের পতাকা নিয়ে তারেক রহমানকে শুভেচ্ছা জানাতে ঢাকার উদ্দ্যেশ্যে রওনা হবো। আমি সকলকে সেই কাফেলায় যুক্ত হওয়ার আহ্বান জানাচ্ছি।’
এসময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুল হক পল্টু, জেলা জাসাস-এর সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক হাফিজুর রহমান মুক্ত, সাংগঠনিক সম্পাদক সোহেল, মালিক সুজন, সাংগঠনিক সম্পাদক ইয়াছিন হাসান কাকন, বজলুর রহমান বজলু, মনজুর আলী, আশাদুল হক, হেলাল প্রমুখ।
এদিকে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে চুয়াডাঙ্গার বিভিন্ন উপজেলা ও ইউনিয়নে স্বাগত মিছিল করেছে দলটির নেতা-কর্মীরা। গতকাল মঙ্গলবার চুয়াডাঙ্গা সদর উপজেলার মোমিনপুর, নবগঠিত মাখালডাঙ্গা, শংকরচন্দ্র, কুতুবপুর ইউনিয়ন, আলমডাঙ্গা উপজেলার ১৫টি ইউনিয়ন- বাড়াদী, জেহেলা, খাদিমপুর, জামজামি, বেলগাছি, কালিদাসপুর, ডাউকি, আইলহাঁস, খাসকররা, নাগদাহ, ভাংবাড়ীয়া, গাংনী, চিৎলা, কুমারী, হারদী ইউনিয়ন বিএনপির আয়োজনে এ স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়।



