স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গায় সাম্প্রদায়িক সম্প্রীতি সুরক্ষায় আলেম ওলামা ও ধর্মীয় নেতৃবৃন্দের ভূমিকা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপ-পরিচালক এ.কে.এম. শাহীন কবির। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্টেট (এডিএম) বি.এম. তারিক-উজ-জামান। সভায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোস্তাফিজুর রহমান ও বদরগঞ্জ কামিল মাদরাসার অধ্যক্ষ ড. মোহাম্মদ রুহুল আমিন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। ইসলামিক ফাউন্ডেশনের হিসাবরক্ষক আব্দুল হাকিমের সঞ্চালনায় সভায় জীবননগর জাতীয় মসজিদ সমিতির সভাপতি মাওলানা ফিরোজ হোসেন বক্তব্য রাখেন। সভাশেষে দোয়া পরিচালনা করেন জেলা মডেল মসজিদের ইমাম মাওলানা মিনারুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি বি.এম. তারিক-উজ-জামান বলেন, মসজিদের ইমাম ও খতিব আপনাদের পিছনে আমরা নামাজ পড়ি। মসজিদের শিশু-কিশোরদের দেখা যায় না। ভিডিও গেম খেলে। তাদেরকে দাওয়াত দিতে হবে। তাদেরকে বুঝাতে হবে। আবর্জনা পরিপাটি করার জন্য দায়িত্ব পালন করতে হবে। যার যার অধিক্ষেত্রের ভিতরে জুম্মার দিনে বার্তা পৌঁছিয়ে দেয়া। গুজবকে রুখতে হবে। তাকে পাকড়াও করেন। আমরা আইনের হাতে তুলে দেবো। ওয়াজ নসিহত শুনি। এক হুজুর অন্য হুজুরের বিরুদ্ধে বলেন। সমালোচনা বন্ধ করতে হবে। মুসলমান মুসলমানদের ভাই ভাই। ইসলামী মূল্যবোধ রক্ষা করা যায় ও ইসলামিক সাম্প্রদায়িকতা রক্ষা করা যায় সেদিকটা দেখবেন।
অপরদিকে, এরআগে জান্নাতী নারী হযরত ফাতেমা (রা:) জীবনীর উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক এ.কে.এম. শাহীন কবিরের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বদরগঞ্জ কামিল মাদরাসার অধ্যক্ষ ড. মোহাম্মদ রুহুল আমিন। সভায় পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন মাওলানা আব্দুস সালাম ও ইসলামিক সঙ্গীত পরিবেশন করেন আব্বাস উদ্দিন। এসময় বিভিন্ন মসজিদের ইমাম ও মসজিদভিত্তিক শিক্ষা কার্যক্রমের শিক্ষক-শিক্ষিকারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি উপস্থাপনায় ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের হিসাবরক্ষক আব্দুল হাকিম।



