স্টাফ রিপোর্টার
ভারতে অবৈধ অনুপ্রবেশ করার সময় ২ জনকে আটক করা হয়েছে। গত সোমবার বিজিবি অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। আটক ২জন পুরুষ। এছাড়াও পৃথক আরো ৩টি অভিযান চালিয়ে ভারতীয় মদ ও সিরাপ উদ্ধার করা হয়েছে।
৫৮-বিজিবি জানায়, গতকাল মঙ্গলবার রাত ১টার দিকে জীবননগর উপজেলার মেদিনীপুর বিওপি’র সীমান্ত পিলার-৬৩/৬-এস এর নিকট মেদিনীপুর গ্রামে হাবিলদার মোঃ বারেক হাওলাদার এর নেতৃত্বে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় আসামীবিহীন ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। এর আগে সোমবার রাত ১০টার দিকে জীবননগরের রাজাপুর বিওপি’র সীমান্ত পিলার-৭৩-এমপি এর নিকট সিংনগর গ্রামে অভিযান চালিয়ে আসামীবিহীন ৪৮ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। একই দিন রাত ১০টার দিকে জীবননগর উপজেলার গয়েশপুর বিওপি’র সীমান্ত পিলার-৬৭/০১-এস এর নিকট গয়েশপুর গোয়ালপাড়া গ্রামে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় আসামীবিহীন ৩৪ বোতল ভারতীয় (রিহ পবৎবী) সিরাপ উদ্ধার করা হয়।
অপরদিকে সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বাঘাডাঙ্গা বিওপি’র সীমান্ত পিলার-৬০/৩৯-আর এর নিকট হাবিলদার মাসুম এলাহি এর নেতৃত্বে নিয়মিত টহল পরিচালনা করা হয়। এ সময় অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে যাওয়ার চেষ্টকালে ২ জন বাংলাদেশী নাগরিক আটক করা হয়। আটককৃতরা হলো খুলনা জেলার ডুমুরিয়া থানার আলাদিপুর গ্রামের হরিচরন বালার ছেলে জ্যোতির্ময় বালা (২২) ও একই থানার পূর্ব পুতিবুনিয়া গ্রামের প্রলয় মন্ডলের ছেলে সুধাম মন্ডল (২৮)। আটককৃতদের মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে।



