আলমডাঙ্গা অফিস :
আলমডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় তানজিল (১৫) নামে এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার বোন জামাতা উজ্জ্বল।
গতকাল সোমবার সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে আলমডাঙ্গা উপজেলার নিগার সিদ্দিক কলেজ সংলগ্ন জামে মসজিদের কাছে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, আলমডাঙ্গা পৌর এলাকার বন্ডবিল স্কুলপাড়ার তহিদুল ইসলামের ছেলে তানজিল (১৫) এবং নাগদাহ গ্রামের সেন্টু আলীর ছেলে উজ্জ্বল সড়ক দুর্ঘটনার শিকার হন। এতে ঘটনাস্থলেই তানজিলের মৃত্যু হয় এবং উজ্জ্বল গুরুতর আহত হন।
আহত উজ্জ্বলকে স্থানীয়রা উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হয়।
এ বিষয়ে আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় সড়ক দুর্ঘটনা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং দুর্ঘটনার কারণ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।



