আলমডাঙ্গা অফিস
আলমডাঙ্গা মীর শামসুজ্জোহা ডিগ্রী কলেজের প্রতিষ্ঠাতা মীর শামসুজ্জোহার মৃত্যু বার্ষিকী উপলক্ষে হারদী এমএস জোহা কলেজে তার জন্য দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টার দিকে কলেজের হলরুমে আলোচনা সভায় সভাপতিত্ব করেন এম এস জোহা কলেজের অধ্যক্ষ নিয়ামত আলী। অধ্যাপক একে এম ফারুকের উপস্থাপনায় বক্তব্য রাখেন, অধ্যাপক রকোনুজ্জামান, অধ্যাপক আব্দুর রহমান, অধ্যাপক মিজানুর রহমান, অধ্যাপক জেসমিন আরা প্রমুখ।
অধ্যক্ষ নিয়ামত আলী বলেন, এম এস জোহা সাহেব ১৯২৬ সালে আলমডাঙ্গা উপজেলার হারদী গ্রামের নানাবাড়িতে জন্ম গ্রহন করেন। উনার পিতামহের বাড়ি আলমডাঙ্গার গোবিন্দপুর। পিতা-মরহুম মীর শামসুদ্দিন আহাম্মদ(শিক্ষক),মা-মরহুমা লুৎফুন্নেছা বেগম (গৃহিণী)।
আলমডাঙ্গা মীর শামসুজ্জোহা ডিগ্রী কলেজের প্রতিষ্ঠাতার মৃত্যু বার্ষিকী পালিত



