জীবননগর অফিস
জীবননগর উপজেলার হরিহরনগর গ্রামে মাটি কাটাকে কেন্দ্র করে বিরোধের জেরে নাঈম হোসেন (৩৫) ও তার ভাই সাইফুল ইসলামকে পিটিয়ে গুরুত্বর জখম করার অভিযোগ উঠেছে। গতকাল সোমবার দুপুর ১২টার দিকে হরিহরনগর গ্রামের ভেমরুলের খাল মাঠে এই হামলার ঘটনা ঘটে।
আহত নাঈম হোসেন ও সাইফুল ইসলাম উপজেলার সীমান্ত ইউনিয়নের হরিহরনগর জেলেপাড়ার আতিয়ার রহমানের ছেলে। আহতরা জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছেন।
ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মাটি কাটা নিয়ে নাঈম হোসেনের সাথে একই এলাকার লেবা মন্ডলের ছেলেদের বিরোধ চলে আসছিল। গতকাল সোমবার দুপুরে নাঈম ভেমরুলের খাল মাঠে গেলে সেখানে থাকা একই গ্রামের তরিকুল ইসলাম (৩৫), আরিফুল ইসলাম (৩২), রিপন হোসেন (৪০) ও শাহিন হোসেন (৪০) একজোট হয়ে আক্রমন করে।
ভাইয়ের ওপর হামলা দেখে সাইফুল ইসলাম (৩০) তাকে বাঁচাতে এগিয়ে আসলে তারা সাইফুল ইসলামকেও পিটিয়ে আহত করে। আহত নাঈম হোসেন জানান, প্রতিপক্ষরা আমাকে মাটিতে ফেলে বেধড়ক মারধর করে। আমার নাক-মুখ দিয়ে রক্তপাত শুরু হলে মৃত ভেবে তারা আমাকে ফেলে রেখে পালিয়ে যায়।
এ ব্যাপারে অভিযুক্ত তরিকুল ইসলাম বলেন, আমরা নয়, বরং তারা আমাদেরকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কয়েক দফায় হামলা চালিয়ে আমাদেরকে জখম করেছে।
এ বিষয়ে জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোলায়মান শেখ বলেন, ঘটনার ব্যাপারে লিখিত অভিযোগ পাওয়ার পরপরই তা তদন্তে অফিসার ফোর্সকে ঘটনাস্থলে পাঠানো হয়। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে আছে।


