হিজলগাড়ী প্রতিনিধি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চুয়াডাঙ্গা সদর নবগঠিত নেহালপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডে আওয়ামী লীগ থেকে প্রায় ২০ জন নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন। গতকাল সোমবার সন্ধ্যায় ৭টার দিকে হিজলগাড়ী বাজারে বিএনপির কার্যালয়ে চুয়াডাঙ্গা-২ আসনের বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী মাহমুদ হাসান খান বাবু হাতে হাত দিয়ে আনুষ্ঠানিক ভাবে বিএনপিতে যোগদান করেন। এই সময় নেতাকর্মীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।
সদ্য বিএনপিতে যোগদান করা আওয়ামী লীগের নেতাকর্মীরা হলেন, হিজলগাড়ী বাজারে মোঃ রহিদুল ইসলাম, আঃ খালেক, আমান হোসেন হোসেন, পিনা, নলবিলা গ্রামের আঃ হান্নান, তুফান মিস্তিরিসহ অন্যান্যরা। ৪ নংওয়ার্ড বিএনপি সভাপতি জসিম উদ্দিনের সভাপতিত্বে কর্মী যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্যে রাখেন চুয়াডাঙ্গা-২ আসনের বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী মাহমুদ হাসান খান বাবু নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা বাড়িতে বাড়িতে গিয়ে মানুষের কাছে ভোট ও দোয়া চাইবেন। আমরা কাঁধে কাঁধ মিলিয়ে দেশ গঠন করবো, নতুন ও পুরাতন সবাইকে এক সাথে কাজ করতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, দর্শনা থানা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা খাজা আবুল হাসনাত। যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ খাইরুল ইসলাম যুদ্ধ। চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ মিল্টন। নেহালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ফরজ আলী, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সহ-সভাপতি মাসুদ রানা, সাংগঠনিক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, বেগমপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মীর লিয়াকত আলী, তিতুদহ ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি হাজী মোঃ খলিল, সাবেক বিএনপি নেতা মোঃ মাসুদ রানাসহ ৪ নংওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
মাহমুদ হাসান খান বাবু হাতে হাত রেখে হিজলগাড়ীতে বিএনপিতে যোগদান করলেন আ’লীগের ২০ নেতাকর্মী



