জীবননগর অফিস
জীবননগরে নাশকতা চেষ্টার অভিযোগে মনোহরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান(৪৩) আটক। গতকাল সোমবার দিবাগত রাতে নিজ বাড়ি থেকে তাকে আটক করে জীবননগর থানা পুলিশ। আটককৃত আসামী জিয়াউর মনোহরপুর গ্রামের মাঠ পাড়ায় মৃত আব্দুল মান্নানের ছেলে। তাকে জীবননগর থানায় ৬ নং (তাং ৩/১১/২০২৫ ইং) মামলায় গ্রেফতার দেখানো হয়েছে বলে জানা গেছে।
জীবননগর থানায় অফিসার ইনচার্জ (ওসি) সোলায়মান সেখ বলেন, অসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নাশকতা চেষ্টার অভিযোগে আসামীকে আটক করা হয়েছে। আটককৃত আসামীকে চুয়াডাঙ্গা জেল হাজতে পাঠানো হয়েছে।
জীবননগরে নাশকতা চেষ্টার অভিযোগে আওয়ামী লীগ নেতা জিয়াউর আটক



