আলমডাঙ্গা অফিস
আলমডাঙ্গা থানা পুলিশের বিশেষ অভিযানে নাশকতা মামলার এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত ব্যক্তি হলেন- জেহালা ইউনিয়নের ৭ নম্বর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আজিবার রহমান।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২১ ডিসেম্বর রাতে বিশেষ অভিযান পরিচালনা করে নিজ গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত হলেন, আলমডাঙ্গা উপজেলার গড়গড়ি গ্রামে মৃত দাউদ আলী মন্ডলের ছেলে আজিবার রহমান (৫১)। গ্রেফতারকৃত আসামীতে আইনের মাধ্যমে আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ আরও জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এই ধরনের বিশেষ অভিযান অভ্যাহত থাকবে।
আলমডাঙ্গায় নাশকতা মামলায় এক জন গ্রেফতার



