স্টাফ রিপোর্টার
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়ে শাজাহান খানের নেতৃত্বে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের বিজয় মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকাল ৪টার দিকে চুয়াডাঙ্গা জেলা শহরের শিল্পকলা একাডেমি চত্বর থেকে একটি আনন্দ মিছিল বের করা হয়।
মিছিলটি চুয়াডাঙ্গা জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে শহরের বড় বাজার চৌরাস্তা মোড়ে শহীদ হাসান চত্বরে সমাবেশে মিলিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সহ সভাপতি ইন্তেয়ার হোসেন ইরোন। চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আহসান হাবিব মামুন এর সঞ্চলানায় প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সভাপতি মোঃ শাহাজান খাঁন।
প্রধান অতিথি মোঃ শাহাজান খাঁন তার বক্তব্যে বলেন, দীর্ঘ ১৭ বছর স্বৈরশাসক এর মিথ্যা মামলায় প্রহশনের শিকার হয়ে দেশের বাহিরে থাকতে হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক অবিভাবক তারেক রহমানের। দেশের আপামর জনসাধারণ তারেক রহমান দেশে ফিরবেন দেশের হাল ধরবেন সেই আশা ভরসা নিয়ে আছেন। ইনশাআল্লাহ সকল প্রকার ষড়যন্ত্রের মোকাবেলা করে ২৫ ডিসেম্বর তারেক রহমান দেশের মাটিতে পা রাখবেন। চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সকল কর্মীদের ঢাকাতে তারেক রহমান এর আগমনে সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত থাকার নির্দেশনা প্রদান করেন তিনি।
আনন্দ মিছিলে উপস্তিত ছিলেন, চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সহ সভাপতি শেখ শাহাবাজ সুজন,সহ সভাপতি সাজিদুর রহমান সোহেল, সহ সাধারণ সম্পাদক শাহিনুর রহমান শাহিন, সহ আইন বিষয়ক সম্পাদক রাফিদ জামান, যোগাযোগ সম্পাদক সৌরভ আরেফিন শাওন, জেলা ছাত্রদলের ১ নং সদস্য খালিদ খাঁন, সহ সাংগঠনিক সম্পাদক ইকরামুল হক ইকরা, আপ্যায়ন বিষয়ক সম্পাদক শুকুর আলী, লতিফ, সদর উপজেলা ছাত্রদলের আহবায়ক আনিছুর রহমান আনিছ, চুয়াডাঙ্গ সরকারি কলেজ ছাত্রদলের সাবেক আহবায়ক জিন্নাহ ফয়সাল, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আল বেলাল, দর্শনা পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক মো: রানা, খালেকুর রহমান বাধন, আমানুল্লাহ আমান, চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রদলের সহ সভাপতি মো:জাহিদ হাসান, সাধারণ সম্পাদক আকরামুল হোসেন সবুজ, সালাউদ্দিন সজল, পারভেজ, দর্শনা সরকারি কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক লিখন হাসান, মোসাব্বির হোসেন, চন্চল, জনি, মিতুল, তাহসান মাফুজ রিদয়, সাদিকুর রহমান, ইমন ঈশান, আতিকুল হক নেওয়াজ, মিহির হাসান, সাদ আহম্মেদ, আকাশ, নব চৌধুরী, বাঁধন, মাফুজ, হামজা, তুহিন, বিশাল, রায়হানসহ জেলা ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়ে শাজাহান খানের নেতৃত্বে বিজয় মিছিল



