দুর্বৃত্তদের গুলিতে এনসিপি নেতা আহত, চুয়াডাঙ্গা সীমান্তে ১১৩ কিলোমিটার এলাকায় বিজিবি’র কড়া নজরদারি

স্টাফ রিপোর্টার
দুর্বৃত্তদের গুলিতে খুলনা বিভাগীয় এনসিপি নেতা মোতালেব শিকদার গুলিবিদ্ধ হয়েছে আহত হয়েছে। এ ঘটনায় চুয়াডাঙ্গা-৬ বিজিবি সীমান্ত এলাকায় কড়া নজরদারি শুরু করেছে। সোমবার বিকালে চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধিনায়ক লে.কর্ণেল নাজমুল হাসান গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে এ তথ্য জানান।
জানা গেছে, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রধান ও শ্রমিক সংগঠনের খুলনা বিভাগীয় সংগঠক মোতালেব শিকদার গতকাল সোমবার বেলা পোনে ১২টার দিকে গুলিবিদ্ধ হন। খুলনার সোনাডাঙ্গা এলাকায় দুর্বৃত্তরা তার মাথা লক্ষ্য করে গুলি চালায়। গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। তার অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। পরবর্তীতে চিকিৎসকদের পরামর্শে মাথার সিটি স্ক্যানের জন্য তাকে শেখপাড়া সিটি ইমেজিং সেন্টারে নেওয়া হয়। এ ঘটনায় চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) এর সীমান্তে কড়া নজরদারি জোরদার করেছে।
বিজিবি আরো জানায়, ৬ বিজিবির  দায়িত্বপূর্ণ মেইন পিলার ৭৫/৩-এস হতে ১৩১/৮-আর পর্যন্ত প্রায় ১১৩ সীমান্ত এলাকায় ব্যাপক তল্লাশি ও নজরদারি কার্যক্রম চালানো হচ্ছে। সীমান্তের ঝুঁকিপূর্ণ ও গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে বাড়ানো হয়েছে টহল, গোয়েন্দা নজরদারি এবং অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। যেসব সীমান্ত এলাকায় কাঁটাতারের বেড়া নেই, সেসব এলাকা কার্যত সিলগালা করা হয়েছে। মোতালেব শিকদারের ওপর হামলার সঙ্গে জড়িতরা যাতে কোনোভাবেই সীমান্ত অতিক্রম করে পালাতে না পারে, সে জন্য বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সীমান্তের প্রতিটি পয়েন্টে তল্লাশি কার্যক্রম জোরদার করা হয়েছে।
দর্শনা আইসিপি, দর্শনা, সুলতানপুর, বারাদী, বড়বলদিয়া, ফুলবাড়ী, ঠাকুরপুর, মুন্সিপুর, হুদাপাড়া, জগন্নাথপুর, আনন্দবাস, মুজিবনগর, নাজিরাকোনা, দাড়িয়াপুর, বুড়িপোতা, বাজিতপুর, ঝাঁঝা, ইছাখালী, রুন্দ্রনগর ও শৈলমারী বিওপির এলাকাসহ সীমান্তসংলগ্ন বিভিন্ন স্থানে অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। এসব এলাকায় যানবাহন ও সন্দেহভাজন ব্যক্তিদের ওপর তল্লাশি করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *