ভালাইপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ভেঙ্গে গুড়িয়ে দেয়া হলো তিনটি ইটভাটা, ১৯ লাখ টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার
আলমডাঙ্গা উপজেলার ভালাইপুর এলাকায় ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ভেঙ্গে গুড়িয়ে দিয়েছে ৩টি অবৈধ ইটভাটা। এ সময় ৫টি ইটভাটা মালিককে ১৯ লাখ টাকা জরিমানা করা হয়। সোমবার দিনব্যাপী এ অভিযান পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তর, পুলিশ, র‌্যাব, আনসার ও ফায়ার সার্ভিসের নেতৃত্বে একটি মোবাইল টিম।
পরিবেশ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নরেশ চন্দ্র বিশ্বাস জানান, পরিবেশ অধিদপ্তরের খুলনা বিভাগীয় কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগমের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধনী-২০১৯) লঙ্ঘনের বিরুদ্ধে এ অভিযান পরিচালনা করা হয়।  এ সময় আলমডাঙ্গা উপজেলার কয়রাডাঙ্গায় মশিউর রহমানের (৫০) মেসার্স কেডিবি ব্রিকস, বগাদি এলাকার গিয়াস উদ্দিনের (৭০) মেসার্স টিআর ব্রিকস ও  কুলপালার মেহেদী খানের (৪৬) মেসার্স কুলপালা ব্রিকসে আইন লঙ্ঘন করে অবৈধভাবে ১২০ ফুট (ফিক্সড) চিমনীর ৩ টি ইটভাটা স্কেভেটর দিয়ে কিলন আংশিক গুড়িয়ে দেয়া হয়। এছাড়াও ওই ৩টি ইটভাটার মালিককে ১৪ লাখ টাকা জরিমানা করা।
এছাড়াও ভালাইপুরের  জিল্লুর রহমানের (৬৮) জিগজাগ ইটভাটা, মেসার্স এসবিএম-১ ব্রিকস ও আকতার হোসেনের (৪৭) মেসার্স এসবিএম-২ ব্রিকসকে ৫ লাখ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *