স্টাফ রিপোর্টার
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খান বাবু’র সাথে গণমাধ্যমকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে চুয়াডাঙ্গা চেম্বার অব কমার্স মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় মাহমুদ হাসান খান বাবু বলেন, দীর্ঘ ১৭ বছর সংগ্রামের পর সংসদ সদস্য নির্বাচন সুন্দর ও সফল হবে। এখনও কিছু মানুষের মধ্যে আতংক রয়েছে নির্বাচন হবে কিনা ? আমাদের দলের পক্ষ থেকে বার্তা দিচ্ছে এবার নির্বাচন সফল হবে। দুটি ব্যালট থাকবে। একটি দলীয় প্রতীক ও একটি গণভোট। জাতীয় ম্যানিফেস্টোর পাশাপাশি স্থানীয় সমস্যা চিহ্নিত করা হয়েছে। এজন্য সকলের কাছে দোয়া চেয়েছেন। এসময় তিনি একটি সুষ্ঠু নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ নির্বাচনে সাংবাদিকদের কাছে সার্বিক সহযোগিতার আহব্বান জানান।
মতবিনিময় সভায় বিএনপির এ প্রার্থী তার আসনসহ জেলার সর্বস্তরের উন্নয়ন ভাবনার বিষয়ে বলেন। তিনি সংসদ সদস্য হিসেবে বিজয়ী ও বিএনপি ক্ষমতায় গেলে মানুষের পাশে থেকে এলাকাভিত্তিক অবকাঠামো, সড়ক, স্বাস্থ্য, শিক্ষা ও ক্রীড়া এর উন্নয়ন করবেন। সেই সাথে এলাকার কৃষি পণ্যের সুষ্ঠু ব্যবস্থাপনায় টেকসই কৃষিভিত্তিক শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলে বেকারত্ব হ্রাস করতে চান। মাহমুদ হাসািন খান বাবু আরো বলেন, চুয়াডাঙ্গা জেলা কৃষিভিত্তিক বৃহৎ জোন এ জেলার মানুষের দীর্ঘদিনের দাবী একটি কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা। আমারও ইচ্ছা জেলাবাসীর প্রাণের দাবী একটি কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা। সেই সাথে এলাকায় স্বাস্থ্যসেবার মান বাড়াতে উপজেলা ভিত্তিক চিকিৎসা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করা হবে।
জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খান বাবু বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন যেন সফল হয় সেটি বর্তমানে মানুষের একমাত্র আশা। আসন্ন নির্বাচনটি সুষ্ঠু সফলভাবে হবে বলে আমি মনে করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নির্বাচনে জয়লাভ করলে চুয়াডাঙ্গার চারটি উপজেলায় চারটি ফুটবল মাঠ তৈরি করা হবে।
সাংবাদিকের প্রশ্নের উত্তরে তিনি বলেন, একটি রাষ্ট্র পুনর্গঠনে অবকাঠামগত উন্নয়ন প্রয়োজন। তার জন্য বিশেষ প্রয়োজন দুর্নীতি রোধ করা। দুর্নীতি রোধে রাজনীতিবিদ, আমলা ও ব্যবসায়ীদের সহযোগিতা প্রয়োজন। রাজনীতিবিদ, আমলা ও ব্যবসায়ীরা ঠিক থাকলে সমাজে কেউ দুর্নীতি করতে পারবে না। আমি একজন রাজনীতিবিদ হিসেবে মনে করি, আমি ঠিক থাকলে রাজনীতির সঙ্গে সম্পৃক্ত যারা তাদেরকে দুর্নীতি করতে দেব না। যারা আমলা আছেন, তাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঠিক থাকলে আমলাতন্ত্রের কেউ দুর্নীতি করতে পারবে না। আর ব্যবসায়ীরা ঠিক থাকলে দেশের অর্থনৈতিক দুর্নীতি কম হবে। দেশের উন্নয়নে এই তিন ব্যক্তিকে সৎ হতে হবে। এই তিনজনের একজনও যদি অসৎ হয় তাহলে দেশে দুর্নীতি চাঁদাবাজ বেড়ে যাবে। আমরা সকলে চাই একটি সুন্দর সুষ্ঠ রাষ্ট্র গঠন হোক। তার জন্য প্রয়োজন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে জয়যুক্ত করা।
মতবিনিময় সভায় উপস্থিত ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে চুয়াডাঙ্গায় জেলার উন্নয়নে সবার আগে তিনি দূর্নীতি প্রতিরোধে সাংবাদিকদের সাথে নিয়ে কাজ করার প্রতিশ্রুতি দেন।
এসময় চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ মিল্টন, জীবননগর উপজেলা বিএনপির সহ-সভাপতি আবুল কালাম আজাদ, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি রাজীব হাসান কচি, সাধারণ সম্পাদক বিপুল আশরাফ, সাংবাদিক সমিতির সভাপতি সরদার আল আমিন, প্রেসক্লাবের সাবেক সভাপতি আজাদ মালিতা, সাংবাদিক সমিতির সাবেক সভাপতি অ্যাড. রফিকুল ইসলাম, দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন, প্রেসক্লাবের সহ-সভাপতি রফিক রহমান, এমএ মামুন ও প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ফাইজার চৌধুরীসহ জেলায় কর্মরত গণমাধ্যমর্কীরা উপস্থিত ছিলেন।
গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময়কালে চুয়াডাঙ্গা-২ আসনের বিএনপি প্রার্থী মাহামুদ হাসান খান বাবু



