দর্শনা অফিস
দর্শনার সর্বস্তরের মানুষের ভালোবাসায় সিক্ত কেরু শ্রমিক নেতা ইসমাইল হোসেন চিরনিদ্রায় শায়িত হয়েছেন। তাঁর মৃত্যুতে এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। গতকাল রবিবার বেলা ১১টায় দর্শনা পৌরসভার পরানপুর স্কুল মাঠে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় দর্শনা পৌরসভাসহ আশপাশের বিভিন্ন গ্রাম থেকে মানুষ অংশগ্রহণ করেন। মাঠজুড়ে ছিল শোকাহত মানুষের ঢল।
জানাজায় উপস্থিত ছিলেন- চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি ও চুয়াডাঙ্গা-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মাহমুদ হাসান খান বাবু, চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খালিদ হাসান মিল্টন, দর্শনা থানা বিএনপির সভাপতি খাজা আবুল হাসনাত, জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সাবু, দামুড়হুদা উপজেলা বিএনপির সভাপতি মনিরুজ্জামান মনির, সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু, দর্শনা পৌর বিএনপির সমন্বয়ক কমিটির সদস্য আলহাজ্ব মশিউর রহমান, এনামুল হক শাহ মুকুল, লুৎফর রহমান, মুমিনুল ইসলাম, দর্শনা পৌর যুব দলের আহবায়ক ফারুক হোসেন, শ্রমিক দল, কৃষকদল ছাত্রদল, জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী এবং বিভিন্ন শ্রমিক ও কর্মচারী সংগঠনের প্রতিনিধিরা।
উল্লেখ্য, শনিবার সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে যশোর সিএমএইচ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন ইসমাইল হোসেন। তিনি দর্শনা পৌরসভার পরানপুর এলাকার বাসিন্দা এবং আব্দুল ওয়াহাবের পুত্র। মরহুম দর্শনা পৌর বিএনপির সমন্বয়ক কমিটির প্রধান হাবিবুর রহমান বুলেটের বড় ভাই।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র ও এক কন্যাসন্তানসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে শ্রমজীবী মানুষের মাঝে নেমে এসেছে অপূরণীয় শূন্যতা।
চিরনিদ্রায় শায়িত হলেন কেরু শ্রমিক নেতা ইসমাইল হোসেন



