উৎসবমুখর পরিবেশে কাশিপুর মাদ্রাসার বার্ষিক পরীক্ষার ফলাফল ও পুরস্কার বিতরণ

টিপু সুলতান, কেডিকে প্রতিনিধি
জীবননগর উপজেলার কাশিপুর মাদ্রাসা এতিমখানা ও লিল্লাহ বোর্ডিংয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল সাড়ে ৯টার দিকে মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। অনুষ্ঠানে ছাত্র-অভিভাবক ও এলাকার সুধীজনদের উপস্থিতিতে মাদ্রাসা প্রাঙ্গণ উৎসবমুখর হয়ে ওঠে। শুরুতে হেফজ বিভাগের ছাত্রদের পবিত্র কোরআন তেলাওয়াত ও নাতে রাসূল (সা.) পরিবেশনের মাধ্যমে আলোচনা সভার সূচনা করা হয়। মাদ্রাসার মুহতামিম মুফতি মোস্তাফিজুর রহমান নাটোরী স্বাগত বক্তব্যে অভিভাবক ও সুধীজনদের ধন্যবাদ জানান এবং মাদ্রাসার ভবিষ্যৎ উন্নয়ন ও শিক্ষার মানোন্নয়নে গঠনমূলক পরামর্শ কামনা করেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাদ্রাসার সেক্রেটারি মো. নাজমুল হাসান। তিনি বলেন, আপনাদের দান-অনুদান ও সার্বিক সহযোগিতার ফলে আজ মাদ্রাসার অবস্থা অনেক উন্নত। এখান থেকে শিক্ষালাভ করে বহু ছাত্র আজ সমাজে সুনাম অর্জন করেছে, যা মূলত আপনাদেরই অবদান। তিনি আরও জানান, অভিভাবকদের দীর্ঘদিনের আবেদনের প্রেক্ষিতে কার্যনির্বাহী পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী অত্র মাদ্রাসায় একটি মহিলা শাখা চালু করা হবে। এ শাখায় শুধু নারী শিক্ষিকারা পাঠদান করবেন এবং এটি অনাবাসিক হিসেবে পরিচালিত হবে। এলাকার অভিভাবকদের তাদের কন্যাদের এই শাখায় ভর্তির আহ্বান জানান।
উল্লেখ্য, কাশিপুর মাদ্রাসা ১৯৭৭ সালে প্রতিষ্ঠিত হয়। রেজিস্ট্রেশন নম্বর ৪০৬/১১। দীর্ঘ ৪৮ বছর ধরে জনগণের দান-অনুদানের মাধ্যমে পরিচালিত এই প্রতিষ্ঠানটি এক সময় জীবননগর উপজেলার একমাত্র মাদ্রাসা ছিল। অনুষ্ঠানে ছাত্রদের হাতের লেখা, বাংলা, ইংরেজি, আরবি শিক্ষা, জানাজার নামাজসহ বিভিন্ন শিক্ষামূলক প্রদর্শনী উপস্থাপন করা হয়। বর্তমানে মাদ্রাসায় মোট ১১৮ জন ছাত্র অধ্যয়নরত। নূরানী বিভাগের শিশু, প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে যারা প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করেছে, তাদের ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে আগত অতিথিদের হাত দিয়ে পুরস্কার প্রদান করা হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মাদ্রাসার উপদেষ্টা পরিষদের সদস্য হাজী মোহাম্মদ আসাদুল হক অডিট, শহিদুল ইসলাম, সিরাজুল ইসলাম, মাদ্রাসার সভাপতি আব্দুল হান্নান মণ্ডল, সেক্রেটারি নাজমুল হাসানসহ মাওলানা আব্দুল হক, মাওলানা রিয়াদ হোসেন, মাহফুজুর রহমান, মোস্তফা কামাল সেতু মাস্টার, মজিবুর রহমান, সবুর মাস্টার, নূর মোহাম্মদসহ আরও অনেক গণ্যমান্য ব্যক্তি।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাদ্রাসার মুহতামিম মুফতি মোস্তাফিজুর রহমান নাটোরী ও মাওলানা রিয়াদ হোসেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *