চুয়াডাঙ্গা প্রেসক্লাব ও বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা ইউনিটের নির্বাচনে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ

স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা প্রেসক্লাব ও বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা ইউনিটের দ্বি-বার্ষিক নির্বাচন ২০২৬-২৭-এর চূড়ান্ত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে। নির্বাচন কমিশনার এম এম শাহজাহান মুকুল রোববার সন্ধ্যায় চুয়াডাঙ্গা প্রেসক্লাব মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এই তালিকা প্রকাশ করেন। এসময় দুটি সংগঠন থেকে প্রার্থীরা উপস্থিত ছিলেন।
চুয়াডাঙ্গা প্রেসক্লাবের চূড়ান্ত প্রার্থীরা হলেন, সভাপতি নাজমুল হক স্বপন, সহ-সভাপতি রফিক রহমান, সাধারণ সম্পাদক শাহ আলম সনি, সহ-সাধারণ সম্পাদক জহির রায়হান সোহাগ, অর্থ সম্পাদক জামান আখতার, প্রচার প্রকাশনা ও সাংস্কৃতিক সম্পাদক মাহফুজ মামুন, ক্রীড়া সম্পাদক খাইরুজ্জামান সেতু, দপ্তর সম্পাদক মফিজুর রহমান জোয়ার্দ্দার। এছাড়া কার্যনির্বাহী সদস্যরা হলেন, সরদার আল আমিন, রাজীব হাসান কচি, আশরাফুল হক বিপুল আশরাফ, ফাইজার চৌধুরী ও রিফাত রহমান।
অপরদিকে, বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা ইউনিটের সভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলাম, সহ-সভাপতি মোঃ পলাশ উদ্দীন, সাধারণ সম্পাদক হুসাইন মালিক, সহ-সাধারণ সম্পাদক শামীম রেজা, অর্থ- সম্পাদক আলমগীর কবির শিপলু, প্রচার প্রকাশনা ও সাংস্কৃতিক সম্পাদক মশিউর রহমান, ক্রীড়া সম্পাদক শামসুজ্জোহা রানা, দপ্তর সম্পাদক সনজিত কর্মকার এবং কার্যনির্বাহী সদস্য মিজানুল হক মিজান, খাইরুল ইসলাম, আজাদ হোসেন, এফ এ আলমগীর ও আশরাফুল আলম।
উল্লেখ্য- গত ১৪ ডিসেম্বর সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মো. মারুফ সরোয়ার বাবু চুয়াডাঙ্গা জেলায় কর্মরত সাংবাদিকদের শীর্ষ দুটি প্রতিষ্ঠানের নির্বাচনের তফসিল ঘোষণা করেন। তিন নির্বাচন কমিশনার হলেন, অ্যাডভোকেট এম এম শাহজাহান মুকুল, অ্যাডভোকেট আ স ম আব্দুর রউফ ও অ্যাডভোকেট মো. আহসান আলী।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *