স্টাফ রিপোর্টার
ত্রয়োদশ সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-১ আসন থেকে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফের পক্ষে মনোনয়নপত্র উত্তোলন করা হয়েছে। রবিবার বেলা সাড়ে ১২টায় জেলা প্রশাসক কার্যালয়ে রির্টার্নিং অফিস থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন প্রধান নির্বাচনী এজেন্ট রেজাউল করিম মুকুট। অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার মশিউর রহমানের কাছ মনোনয়নপত্রটি গ্রহন করেন তিনি
এসময় জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম পিটু, পাবলিক প্রসিকিউটর মারুফ সরোয়ার বাবু, পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি, মহিলা দলের সভাপতি রাউফুন নাহার রিনা, বিএনপি নেতা রেজাউল করিম মুকুট, খন্দকার আব্দুল জব্বার সোনা, এ্যাড. আসম আব্দুর রউফ, আব্দুল কালাম আজাদ, জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, নজরুল ইসলাম সহ দলীয় নেতা কর্মিরা উপস্থিত ছিলেন। প্রসংগত, চুয়াডাঙ্গা ১ আসনে মোট ভোটার ৫ লাখ ৭ হাজার ৪৮১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৫১ হাজার ৯৭১ জন, নারী ভোটার ২ লাখ ৫৫ হাজার ৫০৩ জন ও হিজড়া ৭ জন। এছাড়া ভোটকেন্দ্র ১৭৯ টি।
মনোনয়পত্র সংগ্রহ করার পর জেলা বিএনপির সাধারন সম্পাদক শরীফুজ্জামান শরীফের প্রধান নির্বাচনী এজেন্ট রেজাউল করিম মুকুট বলেন, আমরা দলীয় নেতা কর্মিদের সাথে নিয়ে চুয়াডাঙ্গা-১, ৭৯ ধানের শীষের নমিনেশন পেপার উত্তোলন করলাম। এ সময় তিনি ধানের শীষের জন্য সবার কাছে দোয়া চান।
চুয়াডাঙ্গা-১ আসনে বিএনপি মনোনীতপ্রার্থী শরীফুজ্জামান শরীফের পক্ষে মনোনয়নপত্র উত্তোলন



