স্টাফ রিপোর্টার
আসন্ন বড়দিন উপলক্ষে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সাথে চুয়াডাঙ্গা পুলিশ সুপারের কুশল বিনিময় অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বেলা সাড়ে ৩টার দিকে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এ কুশল বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম। সভায় খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন সুষ্ঠুভাবে উদযাপন বিষয়টি আলোচনায় স্থান পায়।
এ সময় পুলিশ আগত খ্রিস্টান ধর্মাবলম্বীদেও উদ্দেশ্যে বলেন আসন্ন বড়দিন উপলক্ষে জেলা পুলিশের একাধিক টিম কাজ করছে। সর্বোচ্চ সেবা প্রদানে চুয়াডাঙ্গা জেলা পুলিশ বদ্ধপরিকর। সকলকে উৎসবমুখর পরিবেশে আসন্ন বড়দিনের উৎসব পালন করার আহবান জানান তিনি। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ মোস্তাফিজুর রহমান, ডিআইও-১ মোঃ সফিকুর রহমান খান, সদর থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান, দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ শেখ মেসবাহ উদ্দিন, দর্শনা থানার অফিসার ইনচাজ মোঃ মেহেদী হাসানসহ গীর্জার পুরোহিত ও পালকগণ উপস্থিত ছিলেন।
আসন্ন বড়দিন উপলক্ষে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সাথে চুয়াডাঙ্গা পুলিশ সুপারের কুশল বিনিময়



