অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় ৪ বাংলাদেশী নাগরিক আটক, ফেন্সিডিল উদ্ধার

স্টাফ রিপোর্টার
মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় ৪ বাংলাদেশী নাগরিককে আটক করা হয়েছে। বিজিবি পৃথক দুটি অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। এর মধ্যে ৩ জন পুরুষ ও ১ জন নারী। এছাড়া জীবননগর সীমান্তে অভিযান চালিয়ে ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে।
৫৮-বিজিবি জানায়, গত শুক্রবার রাত সাড়ে ১১ টার দিকে জীবননগর উপজেলার গয়েশপুর বিওপি’র সীমান্ত পিলার-৬৮/৫-এস এর নিকট গয়েশপুর উত্তরপাড়া গ্রামে মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় আসামীবিহীন ২৪ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়।
অপরদিকে গতকাল শনিবার সকাল সাড়ে ৬টার দিকে শ্রীনাথপুর বিওপি’র সীমান্ত পিলার-৬১/এমপি এর কাছে শ্রীনাথপুর হালদারপাড়া গ্রামে হাবিলদার মোঃ হেলাল উদ্দিন এর নেতৃত্বে নিয়মিত টহল পরিচালনা করে। এ সময় অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে যাওয়ার চেষ্টকালে ৩ জনকে আটক করা হয়। এর মধ্যে ২ জন পুরুষ ও ১ জন নারী। আটক পুরুষ সদস্যরা হলো দিপজয় বিশ্বাস (১৯) ও দীপ্ত বিশ্বাস (১৮)। এরা পিরোজপুর জেলার, নাজিরপুর উপজেলার, ভুতবাড়ি গ্রামের বাসিন্দা। এদিকে গতকাল শনিবার সকাল ৮টার দিকে শ্রীনাথপুর বিওপি’র সীমান্ত পিলার-৬০/১৫৪-আর নিকট শ্রীনাথপুর মাঠপাড়া গ্রামে নায়েব সুবেদার সৈয়দ মফিজুর রহমান এর নেতৃত্বে নিয়মিত টহল পরিচালনা করে। এ সময় অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে যাওয়ার সময় মাদারীপুর জেলার, ডাসার থানার ঘুঙ্গীয়াকুল গ্রামের নিখল ঘরামী (৫৮)নামে একজনকে আটক করা হয়। আটককৃতদের মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *