চুয়াডাঙ্গায় এ পর্যন্ত ১ জনের মনোনয়পত্র সংগ্রহ, আগামী ২৯ ডিসেম্বর সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষদিন

স্টাফ রিপোর্টার
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়পত্র জমা দেওয়ার শেষ দিন ঘনিয়ে আসছে। চুয়াডাঙ্গাসহ সারাদেশে আগামী ২৯ ডিসেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষদিন নির্ধারন করা হয়েছে। অথচ চুয়াডাঙ্গা জেলার ২টি সংসদীয় আসনে এ পর্যন্ত মাত্র একজন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তিনি হচ্ছেন চুয়াডাঙ্গা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খান বাবু।
আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ করতে হলে ছবিসহ ভোটার তালিকার সিডি ক্রয়ের চালান জমা দিয়ে মনোনয়পত্র সংগ্রহ করা যাবে। সিডি ক্রয়ের জন্য সোনালী ব্যাংকে ট্রেজারী চালানে ১৯ হাজার ৫শ টাকা জমা দিতে হবে। এছাড়া মনোনয়পত্র জমা দেওয়ার সময় প্রার্থীর জামানত বাবদ সোনালী ব্যাংকে ট্রেজারী চালানে আরো ৫০ হাজার টাকা জমা করতে হবে। এ জন্য ট্রেজারী চালানের জন্য আলাদা দুটি কোড রয়েছে।
এদিকে, যেসকল দলীয় প্রার্থী মনোনয়ন পাবেন, তাদের দলীয় প্রতীকসহ মনোনয়নপত্র জমা দিতে হবে। আর যেসকল স্বতন্ত্র প্রার্থী নির্বাচনে প্রার্থী হবেন তারা মোট ভোটের শতকরা ১ ভাগ ভোটারের স্বাক্ষরযুক্ত ভোটার তালিকা জমা দিতে হবে। ওই তালিকা নির্বাচন কমিশন যাচাই-বাছাই করবে। কোন ভূল-ক্রুটি পেলে প্রার্থী তালিকা বাতিল করা হবে। এছাড়া, মনোনয়নপত্র দাখিলের সময় ইনকামট্যাক্স রিটার্নের ফটোকপি ও সম্পদ বিবরণের অঙ্গীকারনামা জমা দিতে হবে।
জাতীয় সংসদে, ৭৯ চুয়াডাঙ্গা-১ এবং ৮০, চুয়াডাঙ্গা-২ সংসদীয় আসনের রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন গত ১৮ ডিসেম্বর এ সংক্রান্ত গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছেন। ওই গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ২৯ ডিসেম্বর সোমবার মনোনয়নপত্র দাখিলের শেষদিন নির্ধারণ করা হয়েছে। মনোনয়নপত্র বাছাই হবে ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি। আপিল দায়েরের তারিখ ৫ থেকে ৯ জানুয়ারি এবং আপিল নিষ্পত্তির তারিখ ১০ থেকে ১৮ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহরের শেষ তারিখ ২০ জানুয়ারি মঙ্গলবার। প্রতীক বরাদ্দের তারিখ ২১ জানুয়ারি বুধবার। ভোট গ্রহন ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল সাড়ে ৭ টা থেকে বিকেল সাড়ে ৪ টা পর্যন্ত।
এ ব্যাপারে চুয়াডাঙ্গা জেলা নির্বাচন কর্মকর্তা আহমেদ আলী বলেন, গতকাল শনিবার পর্যন্ত চুয়াডাঙ্গা ২টি আসন থেকে মাত্র ১ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। যে কেউ আসলে আমরা মনোনয়পত্র নিবো না। মনোনয়পত্র সংগ্রহ করতে হলে তাকে ছবিসহ ভোটার তালিকার সিডি ক্রয়ের চালান দেখাতে হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *