স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গায় জমায়েতের আয়োজনে শহিদ শরিফ ওসমান হাদির রুহের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকাল ৫টায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও বিপ্লবী জুলাই যোদ্ধা শহিদ ওসমান হাদির রুহের মাগফিরাতের জন্য চুয়াডাঙ্গা জেলা জামায়াতের উদ্যোগে দোয়া অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর আমীর ও চুয়াডাঙ্গা ২ আসনের সংসদ সদস্য প্রার্থী মোঃ রুহুল আমিন।
দোয়া পূর্ব অনুষ্ঠানে জেলা জামায়াতের আমীর রুহুল আমিন বলেন, শহিদ ওসমান হাদি ছিলেন জুলাই আন্দোলনের অগ্রসেনানী। তার রেখে যাওয়া স্বপ্ন আমরা বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলা ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য যে স্বপ্ন তিনি দেখতেন সে স্বপ্ন থেমে যাবেনা। ওসমান হাদি আমাদের সেই পথই দেখিয়ে গিয়েছেন। কারো হুমকি-ধমকি অতীতেও ভয় পাই নাই, বর্তমানে ভয় পাই না। দেশপ্রেমিক জনতাকে নিয়ে আমরা আগামীদিনে একটি ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করবো। আর কোন জালিমের হাতে এদেশকে ছেড়ে দেয়া হবে না।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমীর দামুড়হুদা উপজেলার সাবেক চেয়ারম্যান মাওলানা আজিজুর রহমান।
আরো উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারী এ্যাডঃ মোঃ আসাদুজ্জামান, জেলা সহ-সেক্রেটারী মো:আব্দুল কাদের, মাও: মো: মহিউদ্দিন, মাও: ইসরাইল হোসেন, মো:কামাল উদ্দিন, মো: জিয়াউল হক, মোঃ আলতাফ হোসাইন, মো: দারুসসালাম, নুুর মোহাম্মদ টিপু, মো: মাহফুজুর রহমান ও মো:কাইমুদ্দিন হীরক।
চুয়াডাঙ্গায় জামায়াতের আয়োজনে শহিদ ওসমান হাদির রুহের মাগফেরাত কামনায় দোয়া



