আলমডাঙ্গা অফিস
রঙিন ব্যানার, সাজানো মঞ্চ আর শত শত শিক্ষার্থীর চোখে স্বপ্ন—আলমডাঙ্গায় যেন এদিন মেধা ও নৈতিকতার এক অনন্য উৎসবের আবহ তৈরি হয়। শিক্ষার আলোয় আগামী প্রজন্মকে আলোকিত করার প্রত্যয়ে অনুষ্ঠিত হলো আইএইচএস জাতীয় মেধাবী পরীক্ষা ২০২৫। শনিবার সকাল ১০টা থেকে আলমডাঙ্গা সরকারি কলেজের বিভিন্ন কক্ষে সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। শীতের সকালেও শিক্ষার্থীদের মুখে ছিল আত্মবিশ্বাসের দীপ্তি, আর অভিভাবকদের চোখে ছিল সন্তানের সাফল্যের প্রত্যাশা। পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে উপস্থিত শিক্ষাবিদ, আলেম ওলামা ও সমাজসেবকরা বলেন, এই মেধাবী পরীক্ষা শুধু প্রশ্নপত্রে সীমাবদ্ধ নয় এটি ভবিষ্যৎ গড়ার এক অনুশীলন। এখান থেকেই তৈরি হবে সৎ, যোগ্য ও আলোকিত মানুষ।

ইসলামিক এডুকেশন সোসাইটি, ঢাকা-এর তত্ত্বাবধানে আয়োজিত এই পরীক্ষায় আলমডাঙ্গার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করে। সার্বিক ব্যবস্থাপনা ও শৃঙ্খলার প্রশংসা করেন উপস্থিত অভিভাবকরাও।
আয়োজক সূত্রে জানা যায়, চলতি বছর আলমডাঙ্গায় চতুর্থ ও সপ্তম শ্রেণির মোট ৪১১ জন শিক্ষার্থী আবেদন করে। এর মধ্যে ৪০৮ জন পরীক্ষায় অংশগ্রহণ করে। অংশগ্রহণকারীদের মধ্যে বালক ১৭৪ জন এবং বালিকা ২৩৪ জন যা শিক্ষাক্ষেত্রে মেয়েদের অগ্রগতির একটি আশাব্যঞ্জক চিত্র তুলে ধরে।
পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা ও পুরস্কার প্রদান করা হবে। ভবিষ্যতেও এমন শিক্ষাবান্ধব ও মূল্যবোধনির্ভর আয়োজন অব্যাহত থাকবে বলে প্রত্যয় ব্যক্ত করেন আয়োজকরা। এই আয়োজন যেন নতুন করে স্মরণ করিয়ে দিল মেধা ও নৈতিকতার সম্মিলনেই গড়ে ওঠে একটি সুন্দর সমাজ, একটি আলোকিত বাংলাদেশ।



