জীবননগরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

জীবননগর অফিস
জীবননগরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের উদ্যোগে প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টা থেকে জীবননগর থানা মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয় ও জীবননগর মাধ্যমিক বালিকা বিদ্যালয় কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
অ্যাসোসিয়েশন সূত্র জানায়, দ্বিতীয় থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে ২০১৫ সাল থেকে নিয়মিতভাবে এই বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়ে আসছে। চলতি বছর জীবননগর উপজেলার ২৬টি শিক্ষা প্রতিষ্ঠানের মোট ৮৪০ জন শিক্ষার্থী এ পরীক্ষায় অংশগ্রহণ করে।
পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের উপদেষ্টা ও প্রাইড প্রি-ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক মাসুদ পারভেজ রানা, আকলিমা প্রি-ক্যাডেট স্কুলের পরিচালক মোছা. রাজিয়া আক্তার রেখা, রাখি প্রি-ক্যাডেট স্কুলের পরিচালক খোকন বিশ্বাস, পৌর কিন্ডারগার্টেন স্কুলের সহকারী প্রধান শিক্ষক মিজানুর রহমানসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
প্রধান পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্ব পালন করেন আর নূর ইসলামিয়া একাডেমীর প্রিন্সিপাল সাখাওয়াত হোসেন। কেন্দ্র সচিব ছিলেন শাপলাকলি আদর্শ বিদ্যাপীঠের সিনিয়র শিক্ষক আবু বক্কর। সার্বিক সমন্বয়ে ছিলেন হাসাদাড় শিশুকুঞ্জ স্কুলের প্রধান শিক্ষক ও কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল মোতালেব।
এ সময় অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল মোতালেব বলেন, সরকারি ব্যবস্থাপনায় প্রাথমিক পর্যায়ে কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের মেধা মূল্যায়নের সুযোগ না থাকায় এই বৃত্তি পরীক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তিনি জানান, শিক্ষার্থীদের মেধা বিকাশে এ উদ্যোগ ইতিবাচক প্রভাব ফেলবে।
তিনি আরও বলেন, বিগত বছরের ধারাবাহিকতায় এবারও বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা ও সংবর্ধনার আয়োজন করা হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *