মুজিবনগর প্রতিনিধি
মেহেরপুরের মুজিবনগর উপজেলার মহাজনপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আরিফুল হক মিঠু (৪১) কে বিদেশি অস্ত্র ও গুলিসহ গ্রেফতার করেছে যৌথ বাহিনী। এসময় তার হেফাজত থেকে একটি ৭.৬৫ মিমি পিস্তল (মেড ইন ইউএসএ), একটি ম্যাগাজিন এবং দুই রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। গত শুক্রবার দিবাগত মধ্যরাতে সেনাবাহিনী ও র্যাব-১২ এর একটি যৌথ দল মুজিবনগর উপজেলার মহাজনপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আরিফুল হক মিঠু মহাজনপুর গ্রামের রেজাউল হকের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আরিফুল হক মিঠুর বিরুদ্ধে চাঁদাবাজি, ধর্ষণ, বিস্ফোরক সংক্রান্ত অপরাধসহ বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এসব কর্মকাণ্ডের প্রতিবাদে এর আগেও ২০২৩ সালে তার গ্রেফতারের দাবিতে এলাকাবাসী সমাবেশ ও বিক্ষোভ কর্মসূচি পালন করে।
মুজিবনগর থানা অফিসার ইনর্চার্জ (ওসি) জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত আরিফুল ইসলামের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের পূর্বক তাকে মেহেরপুর আদালতে প্রেরণ করা হয়েছে।
মুজিবনগরে অস্ত্র-গুলিসহ ইউনিয়ন যুবলীগ নেতা গ্রেফতার



