ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে জীবননগরে বিক্ষোভ

জীবননগর অফিস
জুলাই আন্দোলনের অন্যতম যোদ্ধা, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে জীবননগরে বিক্ষোভ সমাবেশ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে জীবননগর বাসস্ট্যান্ড মোড়ে সর্বদলীয় ব্যানারে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, ওসমান হাদির ওপর হামলা কেবল ব্যক্তিগত নয়, এটি বাংলাদেশের স্বাধীনতা ও নির্বাচনের বিরুদ্ধে এক ষড়যন্ত্রের অংশ। যদি প্রশাসন ও রাষ্ট্র জুলাই যোদ্ধাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়, তবে তাদের দায়িত্ব ছেড়ে জনগণের কাতারে নেমে আসা উচিত।
বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন, জুলাই আহত যোদ্ধা মুস্তাফিজুর, জীবননগর পৌর বিএনপির সহ-দপ্তর সম্পাদক মিজানুর রহমান মিজা, জীবননগর উপজেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা জুবায়ের আল মাহমুদ, দপ্তর সম্পাদক মুফতি আমানুল্লাহ, এনসিপির জীবননগর উপজেলার প্রধান সমন্বয়কারী ইমরান হোসেন, যুগ্ম সমন্বয়কারী হৃয়দ সরকার, শামীম দেওয়ান, জীবননগর উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক সোহেল পারভেজ, ইসলামী আন্দোলন জীবননগর উপজেলা শাখার সহসভাপতি আবু নাঈম, প্রশিক্ষণ সম্পাদক মুফতি ইসমাইল হোসেন, জীবননগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব ইখলাছুর রহমান রাসেল, যুগ্ম আহবায়ক সাফায়েত রনন ও হায়দার আলী মাস্টার, জীবননগর পৌর যুব জামায়াতের সভাপতি আরিফুল ইসলাম জোয়ার্দার, সহ-সেক্রেটারি আলমগীর হোসেন, জীবননগর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জিল্লুর রহমান, সদস্যসচিব রিমন, জীবননগর ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি রিংকু, সাধারণ সম্পাদক ফরহাদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জীবননগর উপজেলার মূখ্য সংগঠক মুস্তাকিম, জীবননগর উপজেলা শহিদ জিয়া স্মৃতি সংসদের আহ্বায়ক বশির উন নাজির, সদস্যসচিব হাসান ইমাম, যুগ্ম আহ্বায়ক সেলিম রেজা, চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সহসভাপতি সুজন খন্দকার, জীবননগর ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক মনিরুল ইসলাম প্রমুখ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *