স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন-২০২৬ এর তফশিল ঘোষণা করা হয়েছে। গত রবিবার জেলা আইনজীবী সমিতির নোটিশ বোর্ডে এ সংক্রান্ত নোটিশ দেয়া হয়েছে। নির্বাচনে আগামী ১১ নভেম্বর মঙ্গলবার মনোনয়নপত্র সংগ্রহ ও ২৯ নভেম্বর শনিবার সকাল ৮ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। নির্বাচনে খসড়া ভোটার তালিকা অনুযায়ী ২০৩ জন আইনজীবী ভোট প্রদান করতে পারবেন।
এদিকে, চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতি নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রার্থী সভাপতি অ্যাড. মারুফ সরোয়ার বাবু ও সাধারণ সম্পাদক পদে অ্যাড. আহসান আলীকে চূড়ান্ত প্রার্থী হিসেবে ঘোষনা করেছে। নির্বাচনে সহ-সভাপতি এবং যুগ্ম-সম্পাদক পদসহ ১৫ টি পদের মধ্যে ১৩ টি পদের প্রার্থীর নাম শিগগিরই ঘোষনা করা হবে। বিষয়টি নিশ্চিত নিশ্চিত করেছেন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহবায়ক অ্যাড. আ.স.ম. আব্দুর রউফ।
ঘোষিত তফশিল অনুযায়ী ২ নভেম্বর রোববার খসড়া ভোটার তালিকা প্রকাশ। ৬ নভেম্বর বৃহস্পতিবার ভোটার তালিকা উপর আপত্তি দাখিল। ৯ নভেম্বর রোববার আপত্তির উপর শুনানী। ১০ নভেম্বর সোমবার চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ। ১১ নভেম্বর মঙ্গলবার মনোনয়নপত্র সংগ্রহ। ১২ নভেম্বর বুধবার মনোনয়নপত্র দাখিল। ১৩ নভেম্বর বৃহস্পতিবার মনোনয়নপত্র যাচাই-বাছাই। ১৬ নভেম্বর রোববার মনোনয়নপত্র প্রত্যাহার ও চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ। ২৯ নভেম্বর শনিবার সকাল ৮ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। ভোট গ্রহন শেষ হবার পরপরই ভোট গণনা ও ফলাফল প্রকাশ। চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতি নির্বাচন পরিচালনা উপ-পরিষদের আহবায়ক অ্যাড. আলহাজ¦ শহিদুল হক আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। নির্বাচন পরিচালনা কমিটির সদস্য হিসেবে অ্যাড. হানিফ উদ্দীন ও অ্যাড. ছরোয়ার হোসেন দায়িত্ব পালন করছেন।



