মেহেরপুর অফিস
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মেহেরপুর-১ (সদর-মুজিবনগর) মাসুদ অরুন এবং মেহেরপুর-২ (গাংনী) আমজাদ হোসেনকে বিএনপির এমপি প্রার্থী হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে। নানা জল্পনা-কল্পনা শেষে আজ সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মেহেরপুর জেলার ২ টি আসনেসহ ২৩২ টি আসনের তালিকা প্রকাশ করেন।
মনোনয়নের তালিকা প্রকাশের পর আমজাদ হোসেন ও মাসুদ অরুন সমর্থকদের মধ্যে বইছে আনন্দের বন্যা। নেতাকর্মীরা প্রিয় নেতাদেরকে অভিনন্দন জানাতে ভিড় করেছেন তাদের কার্যালয়ে। বিভিন্ন এলাকায় চলছে আনন্দ মিছিল।
মাসুদ অরুন মেহেরপুর-১ আসনে বিএনপির সাবেক এমপি, জেলা বিএনপির সাবেক সভাপতি এবং কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য। আমজাদ হোসেনও সাবেক এমপি। ২০০৮ সালের নির্বাচনে বিএনপি যেকয়টি আসন পেয়েছিল তার মধ্যে আমজাদ হোসেনের মেহেরপুর-২ আসনটি অন্যতম।
আসছে জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সম্ভাব্য এমপি প্রার্থী হিসেবে মেহেরপুর-১ আসন থেকে ৩ জন গুলশান অফিসে ডাক পেয়েছিলেন। তাঁরা হলেন- সাবেক সংসদ সদস্য মাসুদ অরুন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. কামরুল হাসান ও বাংলাদেশ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জাকির হোসেন।
মেহেরপুর-২ আসন থেকে গুলশানে ডাকা হয়েছিল সাবেক সংসদ সদস্য আমজাদ হোসেন ও জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিল্টনকে।
মেহেরপুর-১ ও মেহেরপুর ২ আসনের এই মনোনয়ন জনরায়ের বহিঃ প্রকাশ হিসেবে আখ্যা দিলেন গাংনী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু। তিনি বলেন, যারা ১৭ বছর যুলুম-নির্যাতন, মামলা-হামলা সহ্য করে তৃণমূল নেতাকর্মীদের সাথে ছিলেন তাদেরকেই দল মূল্যায়ন করেছে।



