আলমডাঙ্গা অফিস
আলমডাঙ্গা উপজেলার জি এ সাংগঠনিক থানার চিতলা, খাদিমপুর, বাড়াদি, গাংনী ইউনিয়নের পোলিং এজেন্ট কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বেলা বারোটার দিকে বড় গাংনী জামায়াতের দলীয় কার্যালয়ে কর্মশালায় সভাপতিত্ব করেন জিএ সাংগঠনিক থানা আমীর মোহাম্মদ আব্বাস উদ্দিন।
প্রধান অতিথি ছিলেন- জেলা জামায়াতের যুব বিভাগের সভাপতি নূর মোহাম্মদ টিপু। তিনি তার বক্তব্য বলেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পোলিং এজেন্টদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। একটি ন্যায়নিষ্ঠ, ইনসাফভিত্তিক ও সুন্দর বাংলাদেশ গঠনে আপনাদের সাহসী ও দায়িত্বশীল ভূমিকা অপরিহার্য। নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে পোলিং এজেন্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বিশেষ অতিথি ছিলেন- জি এ সাংগঠনিক থানার নায়েবে আমির সেলিম রেজা।
জিএ সাংগঠনিক থানার সেক্রেটারি কামরুল হাসান সোহেলের উপস্থাপনায় বক্তব্য রাখেন বড় গাংনী ইউনিয়ন জামায়াতের আমির হাজী আব্দুস সালাম, চিতলা ইউনিয়ন জামায়াতের আমীর মোহাম্মদ নিজাম উদ্দিন, খাদিমপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি জিল্লুর রহমান প্রমুখ।



