স্টাফ রিপোর্টার
“নামের আগে ‘আলহাজ্ব’ লাগিয়ে ব্যবসায়িক সুবিধা নেওয়ার উদ্দেশ্যে হজ¦ করলে সেই হজ আল্লাহর দরবারে কবুল হবে না। হজ¦ শুধুই একবার ফরজ, আর তা হতে হবে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য।” এমনই তাৎপর্যময় বার্তা উঠে এসেছে চুয়াডাঙ্গায় অনুষ্ঠিত হজ¦ পুনর্মিলনী ও আলোচনা সভায়। ইউনিয়ন ট্যুরিজম সার্ভিসেস এর আয়োজনে গতকাল শনিবার দুপুরে চুয়াডাঙ্গার দৌলতদিয়ারস্থ আস্-সুফ্ফা রহমানিয়া কাওমি মাদ্রাসায় এই পূর্ণমিলন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা হজ গ্রুপের পরিচালক আলহাজ্ব মাওলানা হাফিজুর রহমান। প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউনিয়ন ট্যুরিজম সার্ভিসেসের পরিচালক আলহাজ্ব মাওলানা আফজাল হুসাইন কাসেমী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মারকাযুল উলুম মাদ্রাসার পরিচালক মাওলানা আব্দুস সামাদ।
বক্তারা বলেন, হজ ইসলামের অন্যতম স্তম্ভ এবং একটি গুরুত্বপূর্ণ ইবাদত। এটি হতে হবে একান্তই আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে। দুনিয়াবি স্বার্থে যেমন ব্যবসায়িক পরিচয় বা সামাজিক মর্যাদা বাড়াতে হজ¦ করলে, সেই হজ¦ কবুল না হওয়ার আশঙ্কা থেকে যায়। হজ আমাদের শিক্ষা দেয় ত্যাগ, আত্মশুদ্ধি ও একনিষ্ঠতা। তাই এই পবিত্র ইবাদতকে যেন কেউ দুনিয়াবি স্বার্থে ব্যবহার না করি। হজ¦ একবার করলেও তার মর্যাদা অপরিসীম, পাঁচবার করলেও মূল উদ্দেশ্য যদি আল্লাহর সন্তুষ্টি না হয়, তবে তাতে কোন উপকার নেই। হজ¦ পালনকারী ব্যক্তি হচ্ছেন আল্লাহর মেহমান। হজ¦ ও ওমরাহ গুনাহ এবং দারিদ্রতা থেকে মুক্তি দেয়। কিন্তু এর জন্য দরকার একনিষ্ঠতা ও তাকওয়া। হজ¦ শুধু শরীরের সফর নয়, এটি আত্মার সফর, যা মানুষকে পরিশুদ্ধ করে। অনুষ্ঠানে পবিত্র হজ ও ওমরাহ পালনকারী হাজী, মুসল্লি, বিভিন্ন দ্বীনি প্রতিষ্ঠান ও সমাজসেবামূলক সংগঠনের প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন। পরিশেষে মুনাজাতের মাধ্যমে হজ পুনর্মিলনী অনুষ্ঠান শেষ হয়।