ক্রীড়া ডেস্ক
মিডল অর্ডারে নেমে ঝড় তুলতে গ্লেন ম্যাক্সওয়েল কতটা সিদ্ধহস্ত, সাদা বলের ক্রিকেটে সেটা তিনি অনেকবার প্রমাণ করেছেন। তবে অস্ট্রেলিয়ার জার্সিতে সীমিত ওভারের ক্রিকেটে একটি সংস্করণে আর দেখা যাবে না ম্যাক্সওয়েলকে। ওয়ানডেকে বিদায় বললেন ম্যাক্সওয়েল।
ফাইনাল ওয়ার্ল্ড পডকাস্ট নামে এক অনুষ্ঠানে দীর্ঘ এক আলোচনায় আজ ওয়ানডে থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ম্যাক্সওয়েল। অস্ট্রেলিয়ার এই তারকা অলরাউন্ডার বলেন, ‘আমার মনে হচ্ছিল দলকে কিছুটা বেকায়দায় ফেলে দিচ্ছিলাম। কন্ডিশনের সঙ্গে শরীর কীভাবে সাড়া দেবে, সেটা দেখার বিষয়। ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচক জর্জ বেইলির সঙ্গে দারুণ আলাপ-আলোচনা করছিলাম। তাকে বলেছিলাম এমন চিন্তাভাবনা কাজ করছিল।’
সাদা বলের ক্রিকেটে আইসিসির পরবর্তী ইভেন্ট ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ। দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে, নামিবিয়ায় হতে যাওয়া সেই বিশ্বকাপ শুরু হতে এখনো আড়াই বছর বাকি। ম্যাক্সওয়েলের তখন বয়স হবে ৩৮ বছর। নতুনদের জন্যই মূলত জায়গা ছাড়ছেন বলে তাঁর কথায় বোঝা গেছে। ফাইনাল ওয়ার্ল্ড পডকাস্টে ম্যাক্সওয়েল বলেন, ‘২০২৭ ওয়ানডে বিশ্বকাপ নিয়েও আমরা কথা বলছিলাম। তাকে বলেছিলাম যে আমি সেখানে থাকছি না। আমার জায়গায় কোন কোন ক্রিকেটারকে খেলানো যায়, সেটা নিয়ে পরিকল্পনার সময় এখন। তাদের এই জায়গাটা নিজের করে নিতে হবে। আশা করি, তারা সেই দায়িত্ব সামলাতে পারবে।’
২০১২ থেকে ২০২৫ পর্যন্ত ১৩ বছরের ওয়ানডে ক্যারিয়ারে ১৪৯ ম্যাচে ম্যাক্সওয়েল করেছেন ৩৯৯০ রান। ৪ সেঞ্চুরির পাশাপাশি রয়েছে ২৩ ফিফটি। ক্রিকেটের এই সংস্করণে তাঁর স্ট্রাইকরেট ১২৬.৭০। ওয়ানডে ক্যারিয়ারসেরা ২০১ রানের অপরাজিত ইনিংস খেলেন মুম্বাইয়ের ওয়াংখেড়েতে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে। আফগানিস্তানের বিপক্ষে এক পায়ে ভর করে ম্যাক্সওয়েল যে অতিমানবীয় ইনিংস খেলে দলকে জিতিয়েছেন, সেটার প্রশংসা আজও মানুষের মুখে মুখে। অনেকের চোখে তাঁর এই ইনিংসটাই ওয়ানডেতে সর্বকালের সেরা ইনিংস।
ক্রিকেটীয় ব্যাকরণের বাইরে গিয়ে অপ্রচলিত স্কুপ, রিভার্স সুইপ, সুইচ হিট—এই শটগুলো করতে যে ম্যাক্সওয়েল পারদর্শী, তাঁকে আর দেখা যাবে না ওয়ানডেতে। তবে সেই ২০১ রানের ইনিংসের পর ওয়ানডেতে তাঁর ব্যাট হাসেনি। ওয়াংখেড়ের সেই ইনিংসের পর ১১ ওয়ানডে ইনিংসে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছেন। এই সময়ে কোনো ফিফটি পাননি। শূন্য রানে আউট হয়েছেন দুইবার।
ম্যাক্সওয়েলের মতে অফফর্ম সঙ্গে গিয়ে খেলা চালিয়ে যাওয়াটা স্বার্থপরের কাজ হতো। অস্ট্রেলিয়ার অলরাউন্ডার বলেন, ‘সব সময়ই বলেছি, যতক্ষণ আমি খেলার জন্য যথেষ্ট ফিট, ততক্ষণ জায়গা ছাড়ছি না কারও জন্য। শুধু কয়েকটা সিরিজের জন্য নিজের জায়গা ধরে রাখতে চাইনি। তখন খেলাটা স্বার্থপরের মতো হতো। তারা একটা নির্দিষ্ট লক্ষ্য সামনে রেখেএগোচ্ছে। সামনের বিশ্বকাপ সামনে রেখে লাইনআপ কতটা ভালো হয়, সেটা দেখাটাও জরুরি। এই পরিকল্পনা কতটা গুরুত্বপূর্ণ, সেটা আমি জানি।’
ওয়ানডেতে ১০০০-এর বেশি রান করেছেন, এমন ব্যাটারদের মধ্যে ১২৬.৭০ স্ট্রাইকরেট নিয়ে দুইয়ে ম্যাক্সওয়েল। এই তালিকায় সবার ওপরে থাকা আন্দ্রে রাসেলের স্ট্রাইকরেট ১৩০.২২। ক্যারিবীয় এই ব্যাটার ৫৬ ওয়ানডেতে ১৩০.২২ স্ট্রাইকরেট ও ২৭.২১ গড়ে করেছেন ১০৩৪ রান।