১০০ বছর ধরে জ্বলছে এক বৈদ্যুতিক বাল্ব, কীভাবে সম্ভব

অনলাইন ডেস্ক

১২৪ বছরেরও বেশি সময় ধরে জ্বলছে একটি বৈদ্যুতিক বাল্ব। অবিশ্বাস্য মনে হলেও যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার একটি ফায়ার স্টেশনের ছাদে ঝুলে থাকা এই সাধারণ বাল্বটি যেন সময়ের সাক্ষী হয়ে আজও আলো ছড়াচ্ছে।

এটি ‘সেন্টেনিয়াল বাল্ব’ নামে পরিচিত। ১৯০১ সালে যুক্তরাষ্ট্রের শেলবি ইলেকট্রিক কোম্পানির তৈরি করা এই বাতি সেই সময়েই ফায়ার স্টেশনে স্থাপন করা হয়েছিল। দীর্ঘ ১২৪ বছরেরও বেশি সময় ধরে চলমান এই বাতিকে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস ‘বিশ্বের দীর্ঘতম সময় ধরে জ্বলতে থাকা বাতি’ হিসেবে স্বীকৃতি দিয়েছে।

তবে গিনেস জানায়, এই দীর্ঘ সময়ে বাতিটি সব সময়ই জ্বলেছে এমন নয়। ভবন পরিবর্তনের সময় বা কিছু প্রযুক্তিগত কারণে মাঝেমধ্যে তা বন্ধ রাখা হয়েছে। তবু শতবর্ষ প্রাচীন একটি প্রযুক্তিপণ্য কীভাবে এত দীর্ঘকাল টিকে রইল, তা বিজ্ঞানীদের ভাবিয়ে তুলেছে। আধুনিক স্মার্ট বাল্বের যুগে এক শতকেরও বেশি সময় ধরে একটি বাতি জ্বলতে থাকা যেন অকল্পনীয়!

সাধারণ দর্শনার্থীদের জন্য এটি এখন একটি পর্যটন আকর্ষণেও পরিণত হয়েছে। বাতিটির নিজস্ব একটি ওয়েবসাইট রয়েছে, যেখানে দর্শনার্থীরা একটি গেস্টবুকে স্বাক্ষর করতে পারেন, এমনকি লাইভ ‘বাল্বক্যাম’-এর মাধ্যমে বাতিটির বর্তমান অবস্থা দেখে নিতে পারেন।

এর স্থায়িত্বের অন্যতম কারণ হতে পারে বাতিটি তৈরির উপাদান। নির্মাতা অ্যাডলফ চেইলেট এই বাতিতে হাতে তৈরি কাচ ব্যবহার করেছিলেন এবং খুব ঘন ফিলামেন্ট বসিয়েছিলেন। এর ফলে বাতির কাচ সহজে ভাঙে না এবং ফিলামেন্টও দীর্ঘদিন ধরে আলো দিতে সক্ষম হয়েছে।

আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো—এটি মাত্র ৪ ওয়াট শক্তিতে জ্বলে। এর মানে হলো, এটি খুব কম আলো দেয়, ফলে বিদ্যুৎশক্তির খরচও অনেক কম। আর এ কারণেই দীর্ঘদিন ধরে টিকে আছে বাল্বটি।

২০১৫ সালের জুন মাসে বাতিটির এক মিলিয়ন ঘণ্টা আলো দেওয়ার উপলক্ষে এক বিশাল অনুষ্ঠান আয়োজিত হয়েছিল। যুক্তরাজ্যের ‘ইনডিপেনডেন্ট’ পত্রিকার তথ্যানুযায়ী, সেদিন ফায়ার স্টেশনটি তাদের ঐতিহাসিক কিছু জিনিস প্রদর্শন করে, কিছু স্মারক বিক্রি করে এবং একটি বারবিকিউ পার্টির আয়োজন করে। এতে স্থানীয় জনগণের মধ্যে গর্ব ও সামাজিক বন্ধন আরও জোরদার হয়।

এরপর আরও একটি দশক পার করে ফেলেছে এই বাতি। কত দিন পর্যন্ত এটি জ্বলবে তা কেউ জানে না। ২০১১ সালে ‘দ্য মার্কারি নিউজ’-এর প্রতিবেদনে মার্কিন নেভাল অ্যাকাডেমির অধ্যাপক ডেবোরা কাটজ বলেছিলেন, ‘এটি যেন কম বিপাকীয় ক্ষমতার প্রাণীর মতো। এটি খুব অল্প শক্তি দেয়, তাই অনেক দিন ধরে চলতে পারে।’

তাঁর মতে, এটি হয়তো ১২ লাখ ৫০ হাজার ঘণ্টা পর্যন্ত চলবে। হতে পারে ১৫ লাখ ঘণ্টাও পেরিয়ে যাবে। এ কথা নিশ্চিতভাবেই বলা যায়, সময় যতই যাবে, এই বাতির জনপ্রিয়তা ততই বাড়বে।

আধুনিক ফিলিপস হিউ স্মার্ট বাল্ব যেখানে ২৫ বছর পর্যন্ত চলার প্রতিশ্রুতি দেয়, সেখানে ১২৪ বছর ধরে জ্বলতে থাকা এই ‘সেন্টেনিয়াল বাল্ব’ নিঃসন্দেহে এক প্রকৌশল বিস্ময়।

তথ্যসূত্র: স্ল্যাশগিয়ার

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *