জল যার, জাল তার—এই দাবি নিয়ে এগিয়ে চলেছে তরুণ প্রজন্ম: কোটচাঁদপুরে মৎস্য উপদেষ্টা ফরিদা আখতার”

কোটচাঁদপুর প্রতিনিধি (ঝিনাইদহ)
“বৈষম্য দূর করে তরুণ প্রজন্মের দাবি হতে হবে—জল যার, জাল তার। আমরা আপনাদের পাশে আছি।”—এমন বক্তব্য দিয়ে মঙ্গলবার (২৭ মে) কোটচাঁদপুরে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় হালদার সম্প্রদায়ের জেলেদের পাশে দাঁড়ানোর অঙ্গীকার করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার।

তিনি বলেন, “জেলেদের মন্ত্রণালয় আছে, কিন্তু হাওড়-বাওড়ের মালিকানা ভূমি মন্ত্রণালয়ের হাতে। আমাদের বলতে হয়—আমাদের কিছু দেন। অথচ প্রকৃত মালিক তো আপনারাই। আমরা অন্তর্র্বতীকালীন সরকারের অধীনে অল্প সময়ের জন্য আছি, কিন্তু যেখানে দরকার, আমি যাব এবং বলব—বাওড় ফিরিয়ে দিন প্রকৃত মৎস্যজীবীদের কাছে।”

বৈষম্যের বিরুদ্ধে ছাত্র আন্দোলনের প্রশংসা করে উপদেষ্টা বলেন, “যারা প্রাণ দিয়েছে, চোখ-হাত-পা হারিয়েছে, তাদের আত্মত্যাগই আমাদের চোখ খুলে দিয়েছে। এখনো হালদার সম্প্রদায়ের মাঝে সেই পরিবর্তনের স্পৃহা দেখে আমি অভিভূত।”

তিনি আরও বলেন, “মাছ চাষ এখন অনেক স্থানে প্রকৃতির নিয়মে না হয়ে কীটনাশক দিয়ে হচ্ছে, যা খুবই দুঃখজনক। দেশি প্রজাতির মাছ ও প্রকৃত মৎস্যজীবীদের টিকিয়ে রাখতে সমন্বিত উদ্যোগ নিতে হবে।”

তিনি স্পষ্টভাবে বলেন: “জল যার জাল তার—এটা শুধু স্লোগান নয়, বাস্তবে কার্যকর করতে হবে। দেশের সব বাওড়ের ইজারা বাতিল করে প্রকৃত জেলেদের মাঝে ফিরিয়ে দিতে হবে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝিনাইদহের জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল। স্বাগত বক্তব্য রাখেন প্রগতিশীল নাগরিক সমাজের সভাপতি শরীফুজ্জামান আগা খাঁন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন:
বাংলাদেশ ক্ষেত মজুর সমিতির সভাপতি ডা. ম. ফজলুর রহমান, মৎস্য অধিদপ্তরের পরিচালক ডা. ম. মোতালেব হোসেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হৃদয় আহসান,

উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক, উপজেলা জামায়াতের আমির মাওলানা তাজুল ইসলাম, সাবেক মেয়র এস. কে. এম. সালাহউদ্দিন বুলবুল, সুনিল হালদার, স্বপন মাস্টার, কমলা হালদার, হৃদয় হালদারসহ আরও অনেকে।

সভায় উপস্থিত ছিলেন হালদার সম্প্রদায়ের মানুষ, উপজেলা প্রশাসনের কর্মকর্তারা, সাংবাদিকবৃন্দ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *