গত ০৭ মে গাজীপুর শিববাড়ি মোড় এলাকায় একটি বাড়ির ছাদে খেলা করার সময় বৈদ্যুতিক ৩৩ হাজার ভোল্টের তারে বিদ্যুতায়িত হয়ে সোয়াদ আল হাসান (৬) বছর বয়সের শিশুটির শরীরের ৪৫ ভাগ পুড়ে যায়। বর্তমানে সে জাতীয় বার্ন হাসপাতাল ঢাকায় চিকিৎসাধীন আছে। ওই শিশুটির বাবা-মায়ের পক্ষে এমন ব্যয়বহুল চিকিৎসা করানো সম্ভব নয়। বিত্তবানরা পাশে না দাঁড়ালে হয়তো একটি ফুটফুটে শিশুর জীবন প্রদীপ নিভে যাবে। এ অবস্থায় তার পরিবারের পক্ষ থেকে সমাজের বিত্তবানদের নিকট সন্তানের চিকিৎসার জন্য আর্থিক সাহায্য সহযোগিতা কামনা করেছে।
সাহায্য পাঠানোর বিকাশ পার্সোনাল নাম্বার মোবাইল নং- ০১৭৩৯-৪৭৫০১০, পিতার ব্যাংক একাউন্ট নাম্বার, আল-আমিন, ইসলামী ব্যাংক গাজীপুর সদর শাখা, শিববাড়ির মোড়। অ্যাকাউন্ট নাম্বার-৫০৭৪।