স্টাফ রিপোর্টার
এনজিও’র সদস্যদের নিয়ে চুয়াডাঙ্গায় অনুষ্ঠিত হয়েছে ভেড়া ও গাড়ল পালনের ওপর একদিনের বিশেষ প্রশিক্ষণ। গতকাল সোমবার চুয়াডাঙ্গা জেলা প্রাণিসম্পদ অফিসের সম্মেলন কক্ষে দিনব্যাপী এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। প্রশিক্ষণে জেলার বিভিন্ন এলাকা থেকে আগত মোট ৩০ জন খামারি সদস্য অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে উন্নত পদ্ধতিতে ভেড়া ও ছাগল পালন, রোগব্যবস্থাপনা এবং বাজার ব্যবস্থাপনা নিয়ে বিস্তর দিকনির্দেশনা দেয়া হয়। প্রশিক্ষণ প্রদান করেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ সাহাবুদ্দীন এবং সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোস্তাফিজুর রহমান।
প্রশিক্ষণ উদ্বোধনকালে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সাহাবুদ্দীন বলেন, গ্রামীণ অর্থনীতির অন্যতম চালিকাশক্তি হচ্ছে খামারভিত্তিক পশু পালন। আধুনিক ও বিজ্ঞানভিত্তিক পদ্ধতিতে পশু পালন করলে খুব সহজেই একজন খামারি স্বাবলম্বী হতে পারেন। আমরা প্রাণিসম্পদ বিভাগ থেকে খামারিদের পাশে আছি এবং ভবিষ্যতেও প্রশিক্ষণসহ প্রয়োজনীয় সহায়তা অব্যাহত থাকবে।
সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, দেশে ছাগল ও ভেড়ার চাহিদা বাড়ছে। কিন্তু অনেক খামারিই এখনো সনাতন পদ্ধতিতে পালন করছেন, যার ফলে উৎপাদন কম হয় এবং লাভজনক হয় না। আজকের এই প্রশিক্ষণের মাধ্যমে আমরা অংশগ্রহণকারীদের আধুনিক পদ্ধতি ও রোগপ্রতিরোধ ব্যবস্থাপনা সম্পর্কে অবগত করেছি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- আশার চুয়াডাঙ্গা জেলা সিনিয়র ডিস্ট্রিক্ট ম্যানেজার অজয় কুমার দাস, সিনিয়র রিজিওনাল ম্যানেজার আনোয়ার হোসেন এবং ঝিনাইদহ জেলার টেকনিক্যাল অফিসার (কৃষি) কিলন চন্দ্র রায়।
চুয়াডাঙ্গায় এনজিও সদস্যদের নিয়ে ভেড়া-গাড়ল পালনে প্রশিক্ষণ অনুষ্ঠিত
