স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) মাদকবিরোধী বিশেষ অভিযানে ২৫ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেটসহ একজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
চুয়াডাঙ্গা জেলা সুপার মোহাম্মদ মনিরুল ইসলামের নির্দেশে এসআই (নিঃ) আবু হেনা, মোস্তফা কামাল, সৌমিত্র সাহা ও আবু আল ইমরানসহ গতকাল বুধবার সন্ধ্যা ৬টার দিকে দর্শনার বাটিকাডাঙ্গা দক্ষিণ পাড়ার গিয়াস উদ্দিন মোন্টার ছেলে সাইফুল ইসলাম (৪১) কে গ্রেফতার করে হয় এসময় তার হেফাজতে থাকা ২৫ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে দর্শনা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ আরোও জানায় এই ধরনপর মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
চুয়াডাঙ্গায় ডিবি পুলিশের ইয়াবাসহ গ্রেফতার ১



