পদ্মবিলা প্রতিনিধি
সরোজগঞ্জ ক্যাম্প পুলিশের অভিযানে সুবদিয়ার পলাশ বিশ্বাস (২৬) কে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত পলাশ বিশ্বাস পদ্মবিলা ইউনিয়নের সুবদিয়া গ্রামের আবুল বিশ্বাসের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গত মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে চুয়াডাঙ্গা জেলায় মাদক এবং নাশকতা ঠেকাতে অভিযানের অংশ হিসেবে সরোজগঞ্জ পুলিশ ফাঁড়ির এএসআই সদরুল আলম ও এএসআই ওহিদুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে সুবদিয়া এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় উজ্জ্বলের গোডাউনের সামনে পলাশকে ঘোরাঘুরি করতে দেখে পুলিশ সদস্যরা গতিরোধ করে এবং তাকে তার দেহ তল্লাশি করে ১টি চাইনিজ কুড়ালসহ পলাশকে গ্রেফতার করা হয়।
সরোজগঞ্জ পুলিশ ফাঁড়ির এসআই শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, পলাশকে অস্ত্র মামলায় গ্রেফতার দেকিয়ে রাতেই চুয়াডাঙ্গা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।


