আন্দুলবাড়িয়া প্রতিনিধি
বেগম খালেদা জিয়ার মুত্যুতে আন্দুলবাড়িয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে মরহুমের আত্মার শান্তি ও রুহের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকাল ৪টার দিকে জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খান বাবু’র আন্দুলবাড়িয়াস্থ বাসভবনে এ দোয়া অনুষ্ঠিত হয়। ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি বিপুল হোসেন দরবেশের সভাপতিত্বে দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শহিদুর রহমান, জেলা ছাত্রদল নেতা শেখ সাইদুর রহমান বাবু, মাহমুদ হাসান খান বাবু’র সহোদর শামীম খান, যুবদল নেতা মোল্লা ফয়েজ আহম্মেদ, যুবদল নেতা শাহীন প্রমুখ।
দোয়া পরিচালনা করেন খাপাড়া জামে মসজিদের ইমাম মাও: জয়নাল আবেদীন। অনুষ্ঠানটি পরিচালনা করেন, স্বেচ্ছাসেবক দলের ইউনিয়ন সেক্রেটারী মোস্তাফিজুর রহমান মোক্তার।
খালেদা জিয়ার মৃত্যুতে আন্দুলবাড়িয়ায় দোয়া মাহফিল



