মেহেরপুরে মোটরসাইকেল ও পাখি ভ্যানের মুখোমুখি সংঘর্ষে আহত ২

মেহেরপুর
মেহেরপুর সদর উপজেলার আমঝুপি গ্রামে মোটরসাইকেল ও পাখি ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুইজন গুরুতর আহত হয়েছেন। বুধবার সন্ধ্যার দিকে আমঝুপি মাছের পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন, মেহেরপুর সদর উপজেলার পুরাতন মদনাডাঙ্গা গ্রামের জসিম উদ্দিনের ছেলে বেল্টু (৪১) এবং একই গ্রামের পচার ছেলে মাহাবুব (৪৫)।
স্থানীয় সূত্রে জানা যায়, বেল্টু ও মাহাবুব একটি মোটরসাইকেলে করে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা একটি পাখি ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তারা দুজনই সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে দুজনের অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাদের ঢাকা পঙ্গু হাসপাতাল (জাতীয় অর্থোপেডিক হাসপাতাল) এ রেফার করেন।
মেহেরপুর সদর থানার অফিসার ইনর্চাজ(ওসি) হুমায়ুন কবির জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুর্ঘটনার সঠিক কারণ জানতে তদন্ত চলছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *