স্টাফ রিপোর্টার
আলমডাঙ্গা খাসকররা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক রশিদ অবসর ভাতা না পেয়ে মানবেতর জীবনযাপন করছেন। স্ত্রী, সন্তান নিয়ে খেয়ে না খেয়ে দিন পার করছেন। মানুষ গড়ার কারিগর গুনি এ শিক্ষক শিক্ষকতা পেশা থেকে অবসরে যান। শিক্ষক মোঃ আব্দুর রশিদ আক্ষেপ করে বলেন, শিক্ষায় জাতির মেরুদণ্ড। আর শিক্ষক হলো সেই শিক্ষার ধারক বাহক। কর্মজীবনে একটু একটু করে জমানো সঞ্চয়, সেই সাথে সরকার প্রদত্ত আর্থিক সহায়তা, কর্মজীবন থেকে অবসরে যাবার সাথে সাথে পাবার কথা। কিন্তু অবসরে যাবার এক বছর পার হলেও টাকার অভাবে স্ত্রী ও সংসার নিয়ে মানবেতর জীবনযাপন করছি। এটাই কি একজন শিক্ষকের জীবনের প্রাপ্যতা, এমনই প্রশ্ন রেখেছেন অবসরে যাওয়া এই শিক্ষক।
চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার খাসকররা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আব্দুর রশিদ এক বছর আগে চাকুরী থেকে অবসরে যান। তার ইনডেস্ক নং ১৩০৮৭১। তিনি বলেন, আমি গুরুতর অসুস্থ। অথচ পেনশনের টাকা না পাওয়ায় চিকিৎসা করাতে পারছি না। এমনকি জরুরী অপারেশন করাতে হবে সেটাই সম্ভব হচ্ছে না। এছাড়া স্ত্রী কিডনী রোগসহ জটিল রোগে আক্রান্ত তারও ঠিকমতো ওষধ কিনে দিতে পারিনা। অর্থাভাবে এক ছেলের লেখাপড়া বন্ধ, অপর ছেলের কলেজের ব্যয় মিটাতে হিমশিত খেতে হচ্ছে। সংসারের ব্যয় মেটাতে অনেক জায়গায় ধারদিনায় জর্জরিত হয়ে গেছি। অবসর ভাতা দ্রুত পাবার জন্য তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন।
খাসকররা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক রশিদ অবসর ভাতা না পেয়ে মানবেতর জীবনযাপন করছেন



