স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা শাখা (ডিবি)-এর মাদকবিরোধী বিশেষ অভিযানে ২ হাজার পিস অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ সময় একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা করেছে।
চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলামের দিকনির্দেশনায় জেলা পুলিশের সকল ইউনিটের সমন্বয়ে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এই বিশেষ অভিযান পরিচালনা করে। গতকাল মঙ্গলবার বিকাল ৪টার দিকে দর্শনা রেলবাজার এলাকার মজিদ মার্কেটে অবস্থিত বাবু নামের একটি খেলনা দোকানে অভিযান চালায়ে দোকানের ভেতর থেকে দর্শনার ইসলাম বাজার এলাকার মৃত রস্তম আলীর ছেলে আব্দুর রউফ ওরফে বাবু (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ২ হাজার পিস অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
অভিযান পরিচালনা করেন, জেলা গোয়েন্দা শাখার এসআই (নিঃ) আশিকুর রহমান, এসআই সৌমিত্র সাহা, এসআই (নিঃ) আশরাফুল ইসলাম, এএসআই আবু আল ইমরান, এএসআই মোত্তালেব হোসেনসহ ডিবির অন্যান্য অফিসার ও ফোর্স।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে দর্শনা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানোর প্রস্তুতি চলছে। পুলিশ আরোও জানায়, মাদক নির্মূলে এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।
চুয়াডাঙ্গায় ডিবির অভিযানে ট্যাপেন্টাডলসহ গ্রেফতার ১



