আলমডাঙ্গা অফিস
আলমডাঙ্গা উপজেলার কালিদাসপুর ইউনিয়নের আসাননগর উত্তরপাড়ায় শত্রুতার জেরে কলাগাছ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে। এতে ভুক্তভোগী কৃষকের প্রায় ৬০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল মঙ্গলবার বিকাল ৩টার দিকে। আসাননগর গ্রামের মৃত খেদালির ছেলে ইসাহক আলীর কলা বাগানে এই ঘটনা ঘটে।
ভুক্তভোগী ইসাহক আলী অভিযোগ করে জানান, একই গ্রামের মৃত জলিলের ছেলে আনার (৫৫), সাদেক আলীর ছেলে শহিদ (৪০) ও অজ্ঞাতনামা এক নারী তার জমিতে প্রবেশ করে পরিকল্পিতভাবে ৬০ পিচ কলা গাছ কেটে দেয়। এতে তার বড় ধরনের আর্থিক ক্ষতি হয়েছে।
প্রত্যক্ষদর্শী মিন্টু ও আব্দুল বলেন, আমরা মাঠে বীজতলায় পানি দিচ্ছিলাম। এমন সময় দূর থেকে দেখি কয়েকজন কলা গাছ কাটছে। দৌড়ে গিয়ে দেখি আনার, শহিদ এবং আরও একজন মহিলা কলা গাছ কেটে দিচ্ছে। ঘটনার পর স্থানীয়দের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
এ বিষয়ে ভুক্তভোগী ইসাহক আলী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছে। তিনি প্রশাসনের কাছে দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানান। এ ঘটনায় আলমডাঙ্গা থানায় অভিযোগ দায়েরের প্রক্রিয়া চলছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
আলমডাঙ্গায় কলাগাছ কেটে দেওয়ার অভিযোগ



