আলমডাঙ্গা অফিস
আলমডাঙ্গা ফুটবল একাডেমীতে ব্যামাগারের সভাপতি ইকবাল হোসেন মিয়া ৭ জন প্রমিলা ফুটবল খেলোয়ারকে টি-শার্ট ও ট্রাউজার প্রদান করেছেন। গতকাল বিকাল ৪টার দিকে আলমডাঙ্গা এটিএম মাঠে আনুষ্ঠানিক ভাবে টি-শার্ট ও ট্রাউজার প্রদানের আয়োজন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, ফুটবলার রতন শরীফ, সাদ্দাম হোসেন, মতিয়ার রহমান, তরিকুল ইসলাম, সোহাগ আলী, মোহন ও শেখ আমিরুল ইসলাম রিন্টু।
আলমডাঙ্গায় ফুটবল একাডেমীর খেলোয়ারকে টি-শার্ট ও ট্রাউজার প্রদান



