জীবননগর অফিস
জীবননগর উপজেলার হাসাদাহ আশরাফিয়া হাফেজিয়া কারিগরি এতিমখানা ও লিল্লাহ বোডিং মাদ্রাসার নুরানি বিভাগের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এছাড়াও হেফজ বিভাগের উত্তীর্ণ ৮ জন হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান করা হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে মাদ্রাসা প্রাঙ্গণে সুশৃঙ্খল ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জীবননগর জামিয়া কারিমিয়া মাদ্রাসার পরিচালক হযরত মাওলানা মাহবুবুর রহমান গওহরী। প্রধান বক্তা হিসেবে মূল্যবান দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ মুফতি আব্দুল কুদ্দুস। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্বারী মোস্তাকিম বিল্লাহ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আলহাজ্ব আবুল বাশার।
অনুষ্ঠানে বক্তারা বলেন, হাফেজ ছাত্রদের এ অর্জন কেবল ব্যক্তিগত নয়, বরং সমাজ ও ধর্মীয় শিক্ষার অগ্রযাত্রায় তা গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত। তারা কোরআনের আলোতে নৈতিকতা, মানবিকতা ও দ্বীনি শিক্ষায় শিক্ষিত হয়ে সমাজ ও দেশের জন্য অবদান রাখার আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন- হাসাদাহ আশরাফিয়া হাফেজিয়া মাদ্রাসার সভাপতি আব্দুল্লাহ আল মামুন, মাদ্রাসা কমিটির ক্যাশিয়ার শফিকুল ইসলাম লিটন, শিক্ষক আব্দুস সালামসহ শিক্ষক-শিক্ষার্থী ও বিপুলসংখ্যক অভিভাবক।
অনুষ্ঠানের শেষে নবহাফেজদের মাথায় পাগড়ী পরিয়ে সম্মাননা প্রদান করা হয়। পরে উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে সনদ ও পুরস্কার বিতরণ করা হয়। দোয়া-মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক মুহাম্মদ জাহিদুল ইসলাম।
হাসাদহে মাদ্রাসার নুরানি বিভাগে ফলাফল প্রকাশ ও হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান



