জীবননগর হাসপাতালে চোরচক্রের হানা ভেঙ্গেছে ৯টি আলমারী নথিপত্র লন্ডভন্ড

জীবননগর অফিস
জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক দুঃসাহসিক চুরির চেষ্টা করে ব্যর্থ হয়েছে চোরচক্র। গতকাল মঙ্গলবার রাতে হাসপাতালের প্রশাসনিক ভবনের দুটি কক্ষের জানালার গ্রিল ভেঙে দুর্বৃত্তরা এই চুরির চেষ্টা চালায়। ভাঙ্গা হয়েছে অফিসের ৯ টি স্ট্রীল আলমারী। নথিপত্র করেছো লন্ডভন্ড। সংবাদ পেয়ে পুলিশ মঙ্গলবার সকালেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
হাসপাতাল সূত্রে জানা যায়, চোরেরা ভবনের পিছনের দিকের জানালার গ্রিল ভেঙে ভিতরে প্রবেশ করে। এ সময় অফিস কক্ষের চারটি এবং পাশের একটি কক্ষের পাঁচটি মোট ৯ টি আলমারি ভাঙচুর করা হয়। আলমারীর ভেতরে থাকা গুরুত্বপূর্ণ কাগজপত্র এলোমেলো অবস্থায় ছড়িয়ে-ছিটিয়ে থাকতে দেখা যায়। তবে চোর চক্রের সদস্যরা কোন টাকা নিতে পারেনি। কাগজপত্র খোয়া গিয়েছে কিনা জানা যায়নি।
জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সহকারী কাম হিসাবরক্ষক আব্দুর রউফ জানান, প্রতিদিনের মতো সোমবার অফিস কার্যক্রম শেষ করে তিনি অফিস কক্ষে তালা লাগিয়ে বাসায় চলে যান। পরদিন মঙ্গলবার সকালে অফিস খুলে দেখতে পান জানালার রড ভাঙা এবং একাধিক আলমারি ভাঙচুর করা হয়েছে। প্রয়োজনীয় কাগজপত্র ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। বিষয়টি তাৎক্ষণিক ভাবে পুলিশকে জানানো হলে তারা ঘটনাস্থলে আসে। তবে চোরচক্র কোন কিছুই নিতে পারিনি।
হাসপাতালের নৈশ প্রহরী বিদ্যুৎ বলেন, আমি রাতে জেগে ছিলাম। পরে প্রচণ্ড শীত এবং অসুস্থ হয়ে পড়ি। সকালে উঠে জানতে পারি চুরির ঘটনা ঘটেছে। চোরেরা পিছনের দিকের জানালার গ্রিল ভেঙে ভেতরে ঢুকেছে।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মকবুল হাসান বলেন, আমি অফিসিয়াল কাজে জীবননগরের বাইরে রয়েছি। ঘটনাটি শুনেছি। এ ঘটনায় থানায় আনুষ্ঠানিক অভিযোগ করা হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
জীবননগর থানার পরিদর্শক (তদন্ত) রিপন কুমার দাস বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। হাসপাতালের সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও পর্যালোচনা করা হচ্ছে। হাসপাতাল কর্তৃপক্ষকে লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পাওয়ার পর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
স্থানীয়দের মধ্যে এ ঘটনায় উদ্বেগ সৃষ্টি হয়েছে। একটি গুরুত্বপূর্ণ সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে চোর চক্রের হানা দেয়ার ঘটনায় নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়ে প্রশ্ন উঠেছে। দ্রুত ঘটনার রহস্য উদঘাটন ও জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *