আলমডাঙ্গা অফিস
আলমডাঙ্গা থানা পুলিশের সাঁড়াশি অভিযানে নাশকতা ও বিস্ফোরক আইনে দায়েরকৃত মামলার এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার দিনাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে এসআই নিয়ামুল হকের নেতৃত্বে নাগদাহ এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত ব্যক্তি হলেন, নাগদাহ গ্রামের জোয়ার্দ্দার পাড়ার নজরুলের ছেলে ও নাগদাহ ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রাসেল জোয়ার্দ্দার (৪৫)।
এ বিষয়ে আলমডাঙ্গা থানার অফিসার ইনর্চাজ (ওসি) বানী ইসরাইল জানান, নাশকতা ও বিস্ফোরক আইনে দায়েরকৃত মামলার তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীকে আদালতের মাধ্যমে সোপর্দ করা হয়েছে।
আলমডাঙ্গায় পুলিশের অভিযানে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার



