স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গায় তীব্র শীতে অসহায়, ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়িয়েছে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে গতকাল রবিবার রাত সাড়ে ৯টার দিকে চুয়াডাঙ্গা রেলস্টেশন এলাকা, নাইট গার্ড ও বিভিন্ন যাত্রী ছাউনিতে আশ্রয় নেওয়া শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।
পুনাক চুয়াডাঙ্গার সভানেত্রী ডা. রোকেয়া আখতারের সার্বিক তত্ত্বাবধানে উক্ত মানবিক কার্যক্রমে নেতৃত্ব দেন সহ-সভানেত্রী মিসেস ফাহমিদা ইসলাম তমা। এসময় পুনাকের অন্যান্য সদস্যবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম সফলভাবে সম্পন্ন করেন।
শীতবস্ত্র বিতরণকালে পুনাক সভানেত্রী ডা. রোকেয়া আখতার বলেন, তীব্র শীত ও ঘন কুয়াশায় প্রান্তিক মানুষের দুর্ভোগ কিছুটা হলেও লাঘব করতেই পুনাকের এই মানবিক উদ্যোগ। শীতার্ত মানুষের প্রতি সহমর্মিতা ও দায়িত্ববোধ থেকেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।
তিনি আরও বলেন, ভবিষ্যতেও সমাজের সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে পুনাকের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে। স্থানীয়রা পুনাকের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে চুয়াডাঙ্গা পুলিশ নারী কল্যাণ সমিতি



